মাধ্যম নিউজ ডেস্ক: ২০০০ টাকার নোট (2000 Rupees Note) নিয়ে বড় ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করে শীর্ষ ব্যাঙ্ক জানিয়ে দিল, ২০০০ টাকার নোট এখনও ‘বৈধ’। তবে, তা বাজারে চলবে না। স্রেফ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আরবিআই-তে জমা নেওয়া হবে। একইসঙ্গে কত পরিমাণ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে ফেরত এসেছে এবং কত পরিমাণ এখনও বাজারে রয়েছে, তাও এদিন সংখ্যা পেশ করে জানিয়েছে আরবিআই (RBI)।
৯,৭৬০ কোটি মূল্যের নোট এখনও বাজারে
চলতি বছরের ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল, এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার নোট (2000 Rupees Note) ব্যাঙ্কে জমা দেওয়া যাবে। পরে সেই সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়। ঘোষণার সময় বাজারে চালু থাকা বৈধ নোটের মোট অর্থমূল্য ছিল ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা। এদিন আরবিআই (RBI) জানিয়েছে, ঘোষণার দিন থেকে এখনও পর্যন্ত ২০০০ টাকার নোটের ৯৭.২৬ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে। আরবিআই জানিয়েছে, ৩০ নভেম্বরের হিসেব অনুযায়ী, ৯,৭৬০ কোটি অর্থমূল্যের ২০০০ টাকার নোট বাজারে রয়েছে।
97.26% of the Rs 2,000 banknotes in circulation as of May 19, 2023, have returned. The Rs 2,000 banknotes continue to be legal tender: RBI pic.twitter.com/rSxx8hv4By
— ANI (@ANI) December 1, 2023
আরবিআই-তে গিয়ে জমা করতে হবে নোট
সেই সঙ্গে আরবিআই জানিয়ে দিয়েছে, ২০০০ টাকার নোট (2000 Rupees Note) এখনও ‘বৈধ’ থাকবে। ৭ অক্টোবরের পর থেকে ২০০০ টাকার নোট জমা নেওয়ার প্রক্রিয়া রিজার্ভ ব্যাঙ্কে চালু রয়েছে। বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, সেই কাজ এখনও চলবে। যার কাছে যত সংখ্যক ২০০০ টাকার নোট রয়েছে সে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে নোটগুলির নম্বর দিয়ে তা জমা দিতে পারবে। সেই পরিমাণ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রিজার্ভ ব্যাঙ্ক। তবে সেই ব্যক্তি অন্য কোনও অ্যাকাউন্টে ওই টাকা পাঠাতে পারবে না। শুধু ব্যক্তি বিশেষ নয়, একই নিয়ম প্রযোজ্য হবে যে কোনও, সংস্থার ক্ষেত্রেও। টাকা সংশ্লিষ্ট সংস্থার অ্যাকাউন্টেই জমা পড়বে। অন্য কোনও সংস্থাকে ওই টাকা দেওয়া (ট্রান্সফার) যাবে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours