Suvendu Adhkari: এটা তো সবে ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি! ট্যুইটে কাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী?

হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে। একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না। ফেসবুক পোস্টে দাবি বিরোধী দলনেতার
mamata-suvendu-pti-1619705636
mamata-suvendu-pti-1619705636

মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে মিলল বস্তা বস্তা টাকা। শুক্র থেকে শনি সপ্তাহের শেষে শিক্ষক-নিয়োগে দুর্নীতি নিয়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। রাজ্যের মন্ত্রীর গ্রেফতারের ঘটনাকে 'ট্রেলার' বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  ট্যুইটবার্তায় শুভেন্দু জানান, এটা তো সবে ট্রেলর, পুরো সিনেমাটা এখনও বাকি রয়েছে।

[tw]

[/tw]

নাম না করলেও দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পুজোর অনুষ্ঠানের ছবি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু দুটো ছবি দিয়ে ট্যুইট করেন। যেখানে একই মঞ্চে পাশাপাশি বসে থাকতে দেখা যায়, মমতা, পার্থ এবং অর্পিতাকে। হাসি মুখে অর্পিতার সঙ্গে আলাপও জমান তৃণমূল নেত্রী। সত্যিই কি পার্থ-অর্পিতা ঘনিষ্ঠতার কথা জানতেন না মুখ্যমন্ত্রী? যেমন তিনি বা তাঁর দল জানে না এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে। টাকা উড়েছে যত্রতত্র।

[tw]

[/tw]

প্রসঙ্গত, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আগেই ট্যুইট করে বলছেন, ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম আসছে, এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে,দল নজর রাখছে। অতএব পরিষ্কার এই ঘটনা থেকে নিজেদের সরিয়ে রাখার চেষ্টায় ব্যস্ত তৃণমূল। তবে এত সহজে দায় কি এড়ানো যায়? প্রশ্ন রাজনৈতিক মহলে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের পর শুভেন্দু ট্যুইট করে জানান, SSC দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের দাবি, টাকার বান্ডিলগুলি ছিল, অশোক স্তম্ভের ছবি দেওয়া,পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খামের মধ্যে। 

আরও পড়ুন: এসএসকেএম নৈব নৈব চ, পার্থর স্বাস্থ্যপরীক্ষা জোকা ইএসআই-তে, প্রয়োজনে তৈরি সেনা হাসপাতালও

নিজের ফেসবুক অ্যাকাউন্টেও এই নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর শাসক দলকে খোঁচা দিয়ে শুভেন্দু লেখেন, "হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে। একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু হয়েছে।" আদালতের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেন তিনি। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles