UIDAI: আপনার কি দশ বছর পুরনো আধার কার্ড? আজই আপডেট করুন, নয়তো পাবেন না এই সুবিধাগুলো

অনলাইনে কীভাবে আধার আপডেট করবেন, পদ্ধতি জেনে নিন...
How_to_update_DOB_in_Adhar_1658983740611_1665509655777_1665509655777
How_to_update_DOB_in_Adhar_1658983740611_1665509655777_1665509655777

মাধ্যম নিউজ ডেস্ক: আপনার কি দশ বছর পুরনো আধার? তবে আজই আধারের তথ্যকে আপডেট করে নিন। নয়তো পরে হতে পারে সমস্যা। UIDAI -এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যে সব ব্যক্তির আধার নম্বর ১০ বছর পুরনো অথবা তারও আগে ইস্যু করেছে তাঁদের সেই নথি আপডেট করার অনুরোধ জানানো হচ্ছে। UIDAI জানিয়েছে, My Aadhaar পোর্টাল থেকে এই কাজ করা যাবে। অথবা নিকটবর্তী আধার সেন্টারে গিয়েও নথি আপডেট করতে পারবেন।

তবে কেন আধার আপডেট প্রয়োজন?

আধার নম্বর দিয়ে ব্যক্তির পরিচয়ের প্রমাণ ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে ব্যবহার করা হয়। তাই UIDAI থেকে জানানো হয়েছে, সরকারের বিভিন্ন সুবিধা ও প্রকল্পের সুবিধা পেতে আধারের তথ্য আপডেটেড রাখতে হবে যাতে আধারের প্রমাণ ও যাচাইয়ের সময় কোনও অসুবিধা না হয়। চলতি বছর অগাস্টে UIDAI ঘোষণা করেছিল আধার নম্বর না থাকলে অথবা এনরোলমেন্ট স্লিপ না থাকলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন নাগরিকরা। তাই আপডেটেড আধার প্রয়োজন। তবে UIDAI থেকে জানানো হয়নি যে, এই আপডেট করা বাধ্যতামূলক কিনা।

কীভাবে অনলাইনে আপডেট করবেন?

প্রথমে UIDAI -এর অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন। ওয়েবসাইটে হোমপেজে My Aadhaar অপশন সিলেক্ট করুন। এবার Update Your Aadhaar বিভাগে Update Address in Your Aadhaar অপশনে ক্লিক করুন। এবার একটি লগ ইন পেজ খুলে যাবে, এখানে নিজের আধার নম্বর দিয়ে ক্যাপচা ভেরিফাই করুন। আধারের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে। UIDAI ওয়েবসাইটে এই OTP দিয়ে দিন। এখানে Aadhaar data filed(s) to update এর অধীনে Address সিলেক্ট করুন। Update Aadhaar অপশন সিলেক্ট করুন। এখানে নতুন ঠিকানার প্রমাণপত্র আপলোড করে Proceed to update Aadhaar সিলেক্ট করুন। যে কোন বদলের প্রিভিউ এখানে দেখতে পাবেন। স্থানীয় ভাষার সঙ্গেই ইংরাজিতে সব তথ্য টাইপ করে Submit সিলেক্ট করুন। এই কাজ শেষ হওয়ার পরে পেমেন্ট পোর্টালে পৌঁছে যাবেন। ৫০ টাকা দিতে হবে। UPI, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সফল হবে আপনার কাছে আপডেটেড রিকুয়েস্ট নম্বর (URN) আসবে। পরে আপডেটের স্ট্যাটাস দেখার জন্য URN ব্যবহার করা যাবে। পেমেন্টের অ্যাকনলেজমেন্টের কপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles