Diwali 2022: ‘বন্দেমাতরম’ গাইলেন নরেন্দ্র মোদি, শেয়ার করলেন এ আর রহমান

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।
Modi_Rahman
Modi_Rahman

মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবারের মতো এবছরও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কার্গিলে সেনা জওয়ানদের নিজের হাতে মিষ্টি খাইয়েছেন, দীপাবলির আনন্দ ভাগ করে নিয়েছেন। সকলের সঙ্গে এদিন বন্দেমাতরম গাইতেও শোনা যায় তাঁকে।

আরও পড়ুন: সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন সিডিএস  

এদিনে কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। কার্গিলে মোদিকে দেখেই চলতে থাকে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি। এরপর আয়োজিত হয় সঙ্গীতের আসর। সেনা জওয়ানরা বন্দুক ছেড়ে হাতে তুলে নেন বন্দুক। তারপরেই শুরু হয়, ‘বন্দেমাতরম’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দাঁড়িয়েছিলেন মঞ্চে। হাতে তাল দিতে দিতে প্রধানমন্ত্রীকেও ‘বন্দেমাতরম’ গাইতে দেখা গেল। 

এই ভিডিও ট্যুইটারে শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, "কার্গিলে দীপাবলির উচ্ছাস।" 

 

প্রধানমন্ত্রীর এই ট্যুইট কোট ট্যুইট করে সুর সম্রাট এ আর রহমান (A R Rahman) তামিল ভাষায় 'বন্দেমাতরম'- এর লিরিক্স লেখেন। 


প্রসঙ্গত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতার এতদিন পরেও বন্দমাতরম গানের আবেগ আজও একই রকম। পরবর্তীকালে বিভিন্নভাবে এই সুর দেশবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছে। একটা সময় সঙ্গীত পরিচালক এআর রহমান এই গানকে নতুন রূপ দেন। এআর রহমানের সুর করা সেই গানই কার্গিলে সেনা জওয়ানরা গেয়েছিলেন। সেইসময় গলা মেলান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এদিন কার্গিলের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি বলেন, "সন্ত্রাস দমন করার ক্ষেত্রে কার্গিল দেখিয়েছে অনন্য উদাহরণ।" উল্লেখ্য, ১৯৯৯ সালে মে থেকে জুলাই মাসে কার্গিলে পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়ে ভারত সেই যুদ্ধে বিজয়ী হয়। সেই ঘটনা দেশের প্রতিরক্ষার ইতিহাসে একটি বড় অধ্যায়।
 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

    

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles