মাধ্যম নিউজ ডেস্ক: মেলালেন, তিনি মেলালেন। সমালোচক থেকে প্রশংসক, সকলেই আবেগে ভাসলেন তাঁর সাফল্যের ঢেউয়ে। মেলবোর্নের বাইশগজে টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বিরাট Virat Kohli)। কোহলিয়ানায় মজেছে গোটা ক্রিকেট মহল। ভারতকে জেতানোর পর কোহলিকে মাঠেই জড়িয়ে ধরেন সতীর্থরা। তাঁকে কোলে তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এখানেই থামেনি বিরাট-উৎসব। কোহলি যখন মাঠ থেকে ফিরছিলেন এমসিজি’র ড্রেসিংরুমে, তখন তাঁকে টানেলে দেখে জড়িয়ে ধরেন কোচ রাহুল দ্রাবিড়। নায়কের পিঠ চাপড়ে দেন তিনি। দ্রাবিড় কখনওই সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধ ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর আবেগ চেপে রাখতে পারেননি ‘দ্য ওয়াল’।
A packed MCG chanting for Virat Kohli 🏟
— ICC (@ICC) October 23, 2022
Raw vision: Behind the scenes of India’s sensational win 📹
Goosebumps. #T20WorldCup | #INDvPAK pic.twitter.com/MNjmOLKO7r
তবে সেরা দৃশ্য ধরা পড়েছে টিভি’র ক্যামেরায়। যা দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলা তখন শেষ পর্যায়ে। কমেন্ট্রি ছেড়ে বাউন্ডারির লাইনের ধারে ভিড় জমিয়েছেন ইরফান পাঠান, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, সুনীল গাভাসকররা। ক্রিজে তখন একের পর এক হুঙ্কার ছাড়ছেন বিরাট। পাল্লা দিয়ে বাড়ছে উন্মাদনার পারদ। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের ভাগ্য। এমসিজি’র গ্যালারিতে হাজির ৯০ হাজার দর্শকের হাত-পা ঠান্ডা হওয়ার উপক্রম। নওয়াজের শেষ ডেলিভারিতে মিড অফ দিয়ে অশ্বিন পুল করতেই জয়ের কড়ি জোগাড় করে নেয় টিম ইন্ডিয়া। জয়ের আনন্দে আত্মহারা তখন সুনীল গাভাসকরও। দু’হাত ছুড়ে শিশুর মতো নাচতে শুরু করে দেন তিনি। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইরফান পাঠান। যা মন ছুঁয়ে গিয়েছে ক্রিকেট জনতার।
আরও পড়ুন: দেশের সুরক্ষা যাদের কাঁধে, প্রথা মেনে তাঁদের সঙ্গে দীপাবলি পালন করতে কার্গিলে মোদি
ধারাভাষ্যকার হিসেবে গত তিন বছরে বিরাট কোহলিকে নিয়ে অনেক তির্যক মন্তব্য করেছেন গাভাসকর। কঠিন সময়ে তিনি ভিকের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু ক্রিকেট দুনিয়া জানেন, কোহলির সঙ্গে সানির সম্পর্ক অম্ল-মধুর। তাই কিংবদন্তির ডাকে সেদিন সাড়া দেননি কোহলি। তবে পাকিস্তানের বিরুদ্ধ মহারণে দেশকে জেতানোর পর এক ঝটকায় তাঁদের সম্পর্কের বরফ অনেকটাই যে গলবে, সেটা এই ভিডিও দেখার পর আর বলার অপেক্ষা রাখে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours