Akshata Murty: রোজগেরে স্বামীর থেকে পিছিয়ে নেই সুনক-পত্নী! তিনটি কোম্পানির দায়িত্ব তাঁর কাঁধে

ইনফোসিসেও অক্ষত মূর্তির শেয়ার রয়েছে প্রায় ৭০০ মিলিয়ন ডলার যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭৯৩ কোটি।
Rishi-Sunak-Wife
Rishi-Sunak-Wife

মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের (UK) পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। চলতি মাসের ২৮ তারিখ অর্থাৎ আগামীকালই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী (UK Prime Minister) এবং তাঁর স্ত্রী অক্ষত মূর্তির সম্মিলিত সম্পত্তির পরিমাণ ছাড়িয়ে যাবে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তির পরিমাণকেও। তবে আরও জানা গিয়েছে যে, ঋষি সুনকের স্ত্রী অক্ষত-এর একারই কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁর কাঁধে রয়েছে তিনটি কোম্পানির দায়িত্ব।

অক্ষত মূর্তি-র LinkedIn-এ লেখা রয়েছে, The capital and private equity firm Catamaran Ventures, The gym chain Digme Fitness ও The gentlemen’s outfitters New & Lingwood - এই তিনটি কোম্পানিরই ডিরেক্টর অক্ষত মূর্তি। এছাড়াও ইনফোসিসেও তাঁর শেয়ার রয়েছে। অক্ষত মূর্তির বাবা এনআর নারায়ণ মূর্তি ছিলেন Infosys -এর কো-ফাউন্ডার। ফলে ইনফোসিসে অক্ষত মূর্তির শেয়ার রয়েছে প্রায় ৭০০ মিলিয়ন ডলার যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭৯৩ কোটি।

আরও পড়ুন: ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ রাজা-রানির থেকেও বেশি!

Catamaran Ventures

অক্ষত মূর্তির (Akshata Murty) মূল ব্যবসা হল Catamaran Ventures। এটিও পারিবারিক ব্যবসা। এটি মূলত বেঙ্গালুরুভিত্তিক একটি কোম্পানি। ২০১৩ সালের মে মাস থেকেই এই কোম্পানির ডিরেক্টর তিনি। তিনি ব্রিটিশ শাখার একমাত্র পরিচালক এবং শেয়ারহোল্ডার৷ ভারতে এই সংস্থার প্রায় ১৫ জন কর্মী রয়েছেন। ক্যাটামারানের মাধ্যমে মূর্তির অন্তত ছয়টি ব্রিটিশ কোম্পানিতে সরাসরি মালিকানা রয়েছে - ডিগমে ফিটনেস, জেমি'স ইতালিয়ান, জেমি'স পিজারিয়া, নিউ অ্যান্ড লিংউড, সোরোকো এবং ওয়েন্ডি'স। ডিগমে ফিটনেস এবং নিউ অ্যান্ড লিংউড কোম্পানিরও তিনি পরিচালক।

Digme Fitness

২০১৭ সালে মূর্তি লন্ডন-ভিত্তিক ফিটনেস কোম্পানি ডিগমেতেও একজন পরিচালক মূর্তি এবং তিনি ৪.৪ শতাংশ শেয়ারের মালিক (Akshata Murty)। কোম্পানির ওয়েবসাইট অনুসারে, এটি হোম প্রোগ্রাম ছাড়াও ব্যাংক, কভেন্ট গার্ডেন, মুরগেট এবং রিচমন্ডের স্টুডিওতে ফিটনেস প্রোগ্রাম অফার করে।

New & Lingwood

২০১৭ সাল থেকে নিউ অ্যান্ড লিংউডের পরিচালক তিনি (Akshata Murty)। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে যে, নিউ অ্যান্ড লিংউড হল একটি ব্রিটিশ হেরিটেজ ব্র্যান্ড যার চারটি স্টোর আমেরিকা এবং নিউইয়র্কে এবং একটি পপ-আপ মেরিলেবোনে রয়েছে।

প্রসঙ্গত, একটি সংবাদ মাধ্যমের তরফে করা সমীক্ষায় জানা গিয়েছে, ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১.৩ বিলিয়ন আমেরিকান ডলার। ব্রিটেনের ২২২তম ধনীতম বাসিন্দার তালিকায় রয়েছেন সুনক দম্পতিও (Rishi Sunak) (Akshata Murty)। সেই তুলনায় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তির পরিমাণ কম। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬৬ মিলিয়ন আমেরিকান ডলার।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles