NDTV Takeover: এনডিটিভি ডিরেক্টর পদে ইস্তফা প্রণয়-রাধিকার, সংস্থা ছাড়লেন রবীশও

NDTV Takeover: আরআরপিআরএইচ তথা পর্ষদের পরিচালন বোর্ডে ডিরেক্টর হিসেবে কাদের নিয়োগ করা হচ্ছে, জানেন?
ndtv
ndtv

মাধ্যম নিউজ ডেস্ক: বেসরকারি সংবাদমাধ‌্যম এনডিটিভি (NDTV) ছাড়লেন ব়্যামন ম্যাগসেসে (Ramon Magasaysay) পুরস্কারজয়ী সাংবাদিক রবীশ কুমার। গতকাল, ৩০ নভেম্বর তাঁর ইস্তফার খবর ঘোষণা করা হয়। এর আগের দিন অর্থাৎ ২৯ নভেম্বর নিউ দিল্লি টেলিভিশন (এনডিটিভি)-এর পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায়। এনডিটিভির প্রতিষ্ঠাতা ছিলেন দু’জনেই। মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভির তরফেই একটি বিবৃতি দিয়ে প্রণয় এবং রাধিকার ইস্তফার কথা জানানো হয়েছে স্টক এক্সচেঞ্জকে। রবীশ কুমার গত কয়েক দশক ধরে এনডিটিভির সঙ্গে যুক্ত ছিলেন। রবীশ কি রিপোর্ট, প্রাইম টাইম, হাম লোগ, দেশ কি বাতের মতো জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। 

এনডিটিভির রাশ আদানির হাতে

এনডিটিভির পরিচালন গোষ্ঠীর নাম আরআরপিআরএইচ। সোমবারই নিজেদের ৯৯.৫ শতাংশ শেয়ার আদানি গ্রুপ অধিকৃত একটি সংস্থার নামে করে দিয়েছিল। এরপর এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ শেয়ারও অধিগ্রহণ করে গৌতম আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। পরবর্তীতে ২৬ শতাংশ শেয়ার কেনারও প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এনডিটিভির নিয়ন্ত্রণ চলে আসবে আদানির হাতে। এরপরেই সংস্থা থেকে ইস্তফা দেন প্রণয় রায় ও রাধিকা রায়। আর এবারে সংস্থা ছাড়লেন সাংবাদিক রবীশ কুমারও।

আরও পড়ুন: রামে বিশ্বাস নেই, কিন্তু আমাকে গালি দিতে রাবণকে টানে, কংগ্রেসকে নিশানা মোদির

নয়া বোর্ড ডিরেক্টর

সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে প্রণয় ও রাধিকার জায়গায় আসতে চলেছেন সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগলিয়া এবং সেন্থিল সিন্নাইয়া চেঙ্গালভারায়ণ। অর্থাৎ এই তিনজনকে আরআরপিআরএইচ প্রাইভেট লিমিটেড তথা পর্ষদের পরিচালন বোর্ডে ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে। কে তাঁরা জানুন-

সুদীপ্ত ভট্টাচার্য

সুদীপ্ত ভট্টাচার্য আদানি গ্রুপ - উত্তর আমেরিকার সিইও। এছাড়াও তিনি গ্রুপের চিফ টেকনোলজি অফিসার (CTO)। এর আগে তিনি আদানি পোর্টস অ্যান্ড এসইজেড (এপিএসইজেড)-এর সিইও এবং গ্রুপের চিফ স্ট্র্যাটেজি অফিসারের পদে ছিলেন। আদানি গ্রুপে যোগদানের আগে তিনি আরও একটি সংস্থার সিইও পদে ছিলেন।

সঞ্জয় পুগালিয়া

সঞ্জয় পুগালিয়া একজন রাজনৈতিক ও ব্যবসায়িক সাংবাদিক। তিনি CNBC-Awaaz-এর প্রতিষ্ঠাতা ও এতে তিনি ১২ বছর ধরে নেতৃত্ব দেন। এর আগে, সংবাদ পরিচালক পদে, জি নিউজের প্রধান এবং আজতকের প্রতিষ্ঠাতা দলের অংশ ছিলেন।

সেন্থিল চেঙ্গালভারায়ণ

সেন্থিল চেঙ্গালভারায়ণ, ভারতীয় ব্যবসায়িক সাংবাদিকতার সঙ্গে জড়িত। তাঁর ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। চেঙ্গালভারায়ণ ছিলেন CNBC TV18-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং তারপর তিনি নেটওয়ার্ক 18-এর বিজনেস নিউজ রুমের এডিটর-ইন-চিফ পদেও ছিলেন।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles