মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় বার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তালিবানরা (Taliban Horror) দাবি করেছিল, আগের থেকে অনেকটাই বদল হয়েছে তাদের চিন্তা ভাবনায়। এবারের তালিবান সরকার হবে জনসাধারণের জন্যে। তবে ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই ফিরে এল সেই ৯০- এর দশকের তালিবানি বিভীষিকা। আফগানিস্তানে এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল তালিবান সরকার। বুধবার তালিবানের তরফে সরকারিভাবে ওই মৃত্যুদণ্ডের কথা জানানো হয়েছে। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, "ওই ব্যক্তির নাম তাজমির। ২০১৭-য় এক ব্যক্তিকে খুন করে সে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।" আফগানিস্তানের পশ্চিম প্রান্তের ফারাহ অঞ্চলে প্রকাশ্যে ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হয়। মৃত্যুদণ্ড কার্যকর করার সময় সেখানে উপস্থিত ছিলেন সিরাজুদ্দিন হাক্কানি, উপ প্রধানমন্ত্রী আব্দুল ঘানি বরাদর, এছাড়াও আফগানিস্তানের বিদেশমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রধান বিচারপতিও।। ওয়াকিবহাল মনে করছে, তালিবানরা যে শরিয়া আইন থেকে সরে আসেনি, এই পদক্ষেপের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হল। কিছুদিন আগেই প্রকাশ্যে চাবুক মারার অভিযোগ উঠেছিল তালিবানদের বিরুদ্ধে। এবার আরও এক ধাপ এগিয়ে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হল।
জাবিহুল্লাহ মুজাহিদ (Taliban Horror) আরও বলেন, "অনেক ভেবেচিন্তেই মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ তিনটি আদালত এই শাস্তির ব্যাপারে পর্যালোচনা করেছে। শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তালিবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাবায়তুল্লা আখুনজাদা। তিনিই প্রকাশ্য মৃত্যুদণ্ডের সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেন।"
আরও পড়ুন: কার দখলে গুজরাট, হিমাচল? আজ দুই রাজ্যে ভোট গণনা
প্রসঙ্গত, মৃত্যুদণ্ডের সাজা যাকে দেওয়া হয়েছে তাঁর নাম তাজিমুর। তিনি আফগানিস্তানের হেরাটের বাসিন্দা। মুস্তাফা নামের এক ব্যক্তিকে খুনের অভিযোগে তাঁর জেলের সাজা হয়েছিল। খুন ছাড়াও মোবাইল ফোন এবং মোটর বাইক চুরির অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে।
মুজাহিদের দাবি, খুনের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কবে তাঁকে গ্রেফতার করা হয়েছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। উল্লেখ্য, নয়ের দশকেও একই ভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধান দিত তালিবানরা (Taliban Horror)। ফাঁসি ছাড়াও পাথর ছুড়ে মারার সাজারও প্রচলন ছিল।
আরও একবার বেলাগাম তালিবান
প্রসঙ্গত, আমেরিকার আফগানিস্তান আক্রমণের পর ক্ষমতা হারায় তালিবানরা (Taliban Horror)। প্রায় ২০ বছর পর ২০২১-র অগাস্টে ফের আফগানিস্তানের মসনদ দখল করে তারা। এবার ক্ষমতায় আসার পর মহিলা ও শিশুদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান সরকার। নরম পন্থায় সরকার চালানোর দাবিও করেছিল তারা। কিন্তু কথা রাখেনি তালিবানরা। ক্ষমতা দখলের পর বারবার তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একের পর এক কড়া নিয়ম চাপানো হচ্ছে এবং তা ভঙ্গ হলেই কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। চুরির মতো ছোট অপরাধ থেকে শুরু করে অবৈধ সম্পর্কের জন্য মহিলা ও পুরুষদের প্রকাশ্যে চাবুক মারার মতো ভয়ঙ্কর শাস্তিও দেওয়া হয়েছে। মহিলাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। এছাড়া মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু পোশাক বিধি চালু করেছে তারা। যা নিয়ে প্রকাশ্যে বেশ কিছু জায়গায় প্রতিবাদও করতে দেখা গিয়েছে আফগান মহিলাদের। সম্প্রতিই রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিভাগের তরফেও আফগান সরকারকে জনসমক্ষে নাগরিকদের মারধর ও শাস্তি দেওয়া বন্ধ করার অনুরোধ করা হয়। কিন্তু তাতে যে আদেও কোনও লাভ হয়নি তার প্রমাণ এই মৃত্যুদণ্ডই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours