মাধ্যম নিউজ ডেস্ক: সমীক্ষায় প্রকাশ গড় আয়ু কমল (Life Expectancy) মার্কিনীদের। ইউএস সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের ডেটা অনুযায়ী , ১৯৯৬ সালের পর থেকে এ নিয়ে দ্বিতীয় বার যখন মার্কিনীদের গড় আয়ু (Life Expectancy) সব থেকে কমল। গড় আয়ু কমার (Life Expectancy) জন্য অবশ্য বিশেষজ্ঞ মহল বিভিন্ন কারণ কে সামনে আনছে, তবে সবথেকে বড় কারণ হিসেবে উঠে আসছে করোনা অতিমারি। সারা বিশ্বের মতো মার্কিন যুক্তরাষ্ট্রতেও ব্যাপকভাবে আঘাত হেনেছিল করোনা এবং সে সময়ে সে দেশের বহু মানুষের মৃত্যু ঘটে।
গড় আয়ু (Life Expectancy) কত কমল
ওই রিপোর্টে দেখা যাচ্ছে, করোনা মহামারির প্রাদুর্ভাব হওয়ার আগে মার্কিনীদের গড় আয়ু (Life Expectancy) যা ছিল, ঠিক এক বছরের মাথায় গড় আয়ু (Life Expectancy) ০.৬ বছর কমেছে। রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে মার্কিনীদের গড় আয়ু (Life Expectancy) ছিল ৭৭.৪ বছর , ২০২১ সালে এই গড় আয়ু (Life Expectancy) কমে হয়েছে ৭৬.০৬। এর মধ্যে দেখা যাচ্ছে ২০২০ সালে পুরুষদের গড় আয়ু (Life Expectancy) ছিল ৭৪.২ এখান থেকে ২০২১ সালে পুরুষদের গড় আয়ু (Life Expectancy) হয়েছে ৭৩.৫ বছর অন্যদিকে মহিলাদের গড় আয়ু ০.৬ বছর কমেছে। ২০২০ সালে মহিলাদের গড় আয়ু ছিল ৭৯.৯ বছর ২০২১ এ সেই গড় আয়ু দাঁড়িয়েছে ৭৯.৩ বছর। অর্থাৎ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এক বছরে গড় আয়ুর পরিমাণ এতটা কমে যাওয়ার কারণ শুধুমাত্র করোনা অতি মহামারি। এছাড়াও যে কারণগুলিকে এর জন্য দায়ী করা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে হৃদরোগ এবং ক্যান্সার। লিভারের অসুখ এবং সিরোসিসকেও দায়ী করা হচ্ছে। অন্যদিকে আরও যে সমস্ত কারণ রয়েছে সেগুলি হল ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া।
মহামারি চলাকালীন ওষুধের ওভারটোজে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ২০২১ সালেই মার্কিন যুক্তরাষ্ট্রে ১,০৭,০০০ মানুষ ওষুধের ওভারটোজের কারণে মারা গিয়েছিল বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। রিপোর্টে এও দেখা যাচ্ছে যে গত দুই বছরে ওষুধের ওভারডোজের কারণে মৃত্যুর পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের গড় আয়ু ব্রিটেনের থেকে কম। ব্রিটেনের গড় আয়ু ৮০.৮ বছর। এমনকি প্রতিবেশী কানাডার চেয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের গড় আয়ু কম, কানাডার গড় আয়ু ৮১.৭৫।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours