US Shooting: ফের বন্দুকবাজের হামলা! চিনা নববর্ষের উৎসবে রক্তাক্ত আমেরিকা, নিহত অন্তত ১০

US Shooting: চিনা নববর্ষের জন্য সেজে উঠেছিল মন্টেরে পার্ক। তখনই এই হামলা হয়েছে।
US_Shooting
US_Shooting

মাধ্যম নিউজ ডেস্ক: ফের গুলির আওয়াজে কাঁপল আমেরিকা। এবার চিনা নববর্ষে গুলি চলল ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে। সূত্রের খবর, চিনা নববর্ষ (Chinese New Year) উপলক্ষে উৎসবে মেতে উঠেছিল ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে জমায়েত করা মানুষ। আর সেই সময়ই চালানো হয় এলোপাথাড়ি গুলি। চিনের বর্ষবরণের দিনেই রক্তাক্ত হল আমেরিকা। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ ওই পার্কে হামলা চালায় বন্দুকবাজ। তবে তাদের এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি বলেই জানা যাচ্ছে। ফলে আতঙ্ক আরও বাড়ছে। এই ঘটনার পর মন্টেরে পার্ক এলাকা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। আততায়ীর খোঁজে নেমেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

গতকাল, শনিবার ছিল চিনা নববর্ষ। সেই উপলক্ষেই মন্টেরে পার্কে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সূত্রের খবর, স্থানীয় সময় রাত ১০টার পরে নাচ-গান, খাওয়া-দাওয়া, আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। আর সেসময়েই আচমকা তাণ্ডব শুরু হয় বন্দুকবাজের। উৎসবে এসেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ী। একের পর এক রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ছিল সেখানে।

ঘটনাস্থলে উপস্থিত ওই এলাকার এক রেস্তোরাঁ মালিক সিউং ওন চোই বলেন, “আমার রেস্তোরাঁয় তিন জন দৌড়ে এসে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। চিৎকার করে আমাকে বলেন, এক বন্দুকবাজ মেশিন গান নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এলোপাথাড়ি গুলি চালাচ্ছে!” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই আততায়ীর কাছে অসংখ্য গুলি ছিল। কারণ বন্দুকে গুলি শেষ হতেই ফের গুলি ভরে চলেছিল সে। বন্দুকবাজের খোঁজে চলছে তল্লাশি। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন চিনা-সহ কমপক্ষে ৬০ হাজার এশিয়ান বংশোদ্ভূত মানুষ।

এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু। বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তবে হামলাকারীরা সংখ্যায় কতজন ছিলেন ও কী কারণে গুলি তাও স্পষ্ট নয়।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles