মাধ্যম নিউজ ডেস্ক: ডাক দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাই বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে দিল্লি যাচ্ছেন বাংলার বিজেপি সাংসদরা। মঙ্গলবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে তাঁদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। পদ্ম শিবির সূত্রে খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাতে তাঁর কাছে সময় চেয়েছিলেন বাংলার বিজেপি সাংসদরা। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সেই সময় দিয়েছেন প্রধানমন্ত্রী।
সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন...
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বাংলার সাংসদরা বারবার বলছিলেন তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আমাদের প্রধানমন্ত্রী মঙ্গলবার সময় দিয়েছেন। আমরা তাঁর সামনে জবকার্ডের দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনার দুর্নীতির বিষয় সহ নানা বিষয় বিশদে তুলে ধরব। তিনি (Sukanta Majumdar) বলেন, মোদিজি আমাদের অভিভাবক। তিনি কোনও পরামর্শ দিলে সেটা আমাদের কাছে নির্দেশ। আমরা সর্বশক্তি দিয়ে সেটা পালন করি। এবারও এই কৌতূহল নিয়ে যাব যে তিনি কোন পথনির্দেশ করেন।
দোরগোড়ায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বছর ঘুরলেই রয়েছে লোকসভা নির্বাচন। তৃতীয়বার মোদির নেতৃত্বে সরকার গড়তে ইতিমধ্যেই নানা পরিকল্পনা করেছেন বিজেপির ভোট ম্যানেজাররা। সেই মতো পদক্ষেপও করছেন তাঁরা। বিভিন্ন লোকসভার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের। মোদিকে মুখ করে কেন্দ্রীয় সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প নিয়েও জোর কদমে প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে। বুথস্তরের সংগঠন কীভাবে সাজাতে হবে, তারও দিশা দিয়েছেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। এসব নিয়েই আলোচনা হতে পারে এদিনের বৈঠকে।
আরও পড়ুুন: ‘মন্ত্রিত্ব বাঁচাতেই প্রয়াত বাবাকে চোর বলছেন’, উদয়নকে কটাক্ষ শুভেন্দুর
পদ্ম (Sukanta Majumdar) শিবির সূত্রে খবর, এমন বৈঠক এর আগেও করেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যের দলীয় সাংসদদের সঙ্গে করেছেন একাধিক বৈঠক। এই বৈঠকে সাংসদদের কর্তব্য নিয়েও বলতে পারেন প্রধানমন্ত্রী। নিজের এলাকায় দলীয় সংগঠন আরও মজবুত করতে কী করণীয়, কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে, কীভাবে নেতাদের উদ্বুদ্ধ করতে হবে, সে ব্যাপারে উপদেশ দিতে পারেন প্রধানমন্ত্রী। বাংলার কোনও সংসদ ক্ষেত্রে কী প্রয়োজন, তা নিয়েও কথা বলতে পারেন তিনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours