মাধ্যম নিউজ ডেস্ক: তিনি রাজা হয়েছিলেন গত সেপ্টেম্বরেই, রানি (Queen) প্রয়াত হওয়ার পরেই। তবে শনিবার আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক হল তৃতীয় চার্লসের (King Charles III)। ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার পদস্থ অতিথি সাক্ষী রইলেন এই রাজকীয় অনুষ্ঠানের। রাজ্যাভিষেকের এই অনুষ্ঠান দেখতে এদিন বৃষ্টি উপেক্ষা করে সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্বের ২০৩টি দেশের প্রতিনিধিরা। ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যাভিষেক হয় তৃতীয় চার্লসের। এখন থেকে তিনি ব্রিটেন তো বটেই, হলেন আরও ১৪টি দেশেরও রাজা। ইংল্যান্ডের চার্চের সুপ্রিম গভর্নরও তিনি-ই।
তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেক...
এদিন বিকেলে ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তৃতীয় চার্লসের মাথায় তুলে দেন ৩৬০ বছরের পুরানো খাঁটি সোনার রাজ মুকুট। এক সময় এই মুকুট পরেছিলেন সেন্ট এডওয়ার্ড। এর পরেই অ্যাঙ্গলিকান চার্চের আধ্যাত্মিক নেতা ঘোষণা করেন, ঈশ্বর রাজাকে রক্ষা করুন। এদিন রাজ্যাভিষেকের (King Charles III) মূল অনুষ্ঠানটি হয় দু ঘণ্টার কিছু বেশি সময় ধরে। ১৯৫৩ সালে রাজ্যাভিষেক হয়েছিল তৃতীয় চার্লসের মা দ্বিতীয় এলিজাবেথের। সেদিন অনুষ্ঠান হয়েছিল ঘণ্টা তিনেক ধরে। হাজার বছরেরও বেশি সময় ধরে যে প্রথা ব্রিটেনে চলে এসেছে, এদিন সেই প্রথা মেনেই হয়েছে রাজ্যাভিষেক। আর্চবিশপ বলেন, ইংল্যান্ডের চার্চ দেশে এমন একটি পরিবেশ তৈরি করবে যাতে বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারেন।
আরও পড়ুুন: ‘শান্তিনিকেতনে’র উঠোন দিয়ে গেল ডিএ-র দাবিতে মিছিল, উঠল ‘চোর, চোর’ স্লোগান
রাজমুকুট পরানোর আগে পালিত হয় ধর্মীয় রীতি। ক্যান্টারবেরির আর্চবিশপ তৃতীয় চার্লসকে পবিত্র তেল মাখান। পরে তাঁকে পরানো হয় রাজকীয় পোশাক। এর পরেই আর্চবিশপ ব্রিটিশ জনগণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যাঁরা এসেছেন, তাঁদের নতুন রাজার কল্যাণে প্রার্থনা করতে বলেন। তৃতীয় চার্লসের (King Charles III) মাথায় রাজমুকুট তুলে দেওয়ার পর রানি হন তাঁর স্ত্রী ক্যামেলিয়া। একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে রানি ঘোষণা করা হয়। তাঁর মাথায় তুলে দেওয়া হয় রানি মেরির ক্রাউন। প্রসঙ্গত, এই প্রথম রাজা এবং রানির জন্য নতুন মুকুটের ব্যবস্থা করা হয়নি। তাঁরা দুজনেই পরেছেন তাঁদের পূর্বসূরিদের মুকুট। অনুষ্ঠানে বাইবেলের একটি অংশ পাঠ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তাঁর স্ত্রী সুদেশ ধনখড়, সোনম কাপুর প্রমুখ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours