মাধ্যম নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস (International Tiger Day)। এই মুহুর্তে সারা দেশে বাঘের সংখ্যা ৩৬১৭টি। তবে সমস্ত বাঘ যে ক্যামেয়ায় ধরা পড়েছে তাও বলা যায় না। বাঘ হল আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রের পিরামিডের সব থেকে উপরের কাঠামোয় থাকা জন্তু। যে জঙ্গলে বাঘ সংখ্যায় থাকবে না, সেই জঙ্গলের বাস্তুতন্ত্র বলেও কিছু থাকবেনা। বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, আর তাই বাঘকে সংরক্ষণ করে বাঘের প্রজাতিকে বাঁচিয়ে রেখে জীবজগতের ভারসাম্য বাজায় রাখা মানব সমাজের একান্ত প্রয়োজনীয় কাজ। সেই জন্য বাঘের সংরক্ষণের জন্য একটি বিশেষ দিন ২৯-জুলাই, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসাবে পালন করা হয়।
কলকাতায় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন (International Tiger Day)
আলিপুর চিড়িয়াখানায় সারাদিন ধরে চলল বাঘের প্রয়োজনীয়তা, বাঘ সংরক্ষণ (International Tiger Day) বিষয়ে বিশেষ আলোচনা চক্র। অনুষ্ঠিত হয় স্কুল পড়ুয়াদের নিয়ে। এক অন্য ধরনের সচেতনতা শিবির ছিল আজ। দীর্ঘদিন ধরে বাঘ নিয়ে গবেষণা করছেন ব্যাঘ্র বিশেষজ্ঞ নীলাদ্রি চক্রবর্তী, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্য, দেশের ও রাজ্যের সরকার বাঘ সংরক্ষণের জন্য প্রতিনিয়তই বিভিন্ন রকমের ব্যবস্থা করে চলেছে। কিন্তু শুধু সরকার করলেই হবে না, আমাদেরকেও আরও অনেক বেশি সচেতন হতে হবে। আলোচনার বিষয়ে আরও উঠে আসে সুন্দরবনে কীভাবে বাঘকে আরও বেশি করে সংরক্ষণ করা যাবে। ধীরে ধীরে যে ভাবে জঙ্গল কেটে নগরায়নের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তাতে বাঘের চলাচল এবং বাসস্থান পর্যাপ্ত পরিসরে দিন দিন কমে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ন্যাশনাল টাইগার কনজারভেশেন অথরিটির ঘোষণা
ন্যাশনাল টাইগার কনজারভেশেন অথরিটি (NTCA) আজ ঘোষোণা করেছে যে মধ্যপ্রদেশে বাঘের (International Tiger Day) সংখ্যায় বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৫ টি। এছাড়াও এই বছর বিশেষ সমীক্ষায় জানা গেছে যে বাঘের সংখ্যায় বৃদ্ধি পেয়ে কর্ণাটকে ৫৬৩ টি, উত্তরাখণ্ডে ৫৬০ টি এবং মহারাষ্ট্রে ৪৪৪ টি হয়েছে।
মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর ব্যাঘ্র দিবসে শুভেচ্চা বার্তা
মধ্যপ্রদেশে মোট ৬ টি জাতীয় ব্যাঘ্র অভয়ারণ্য (International Tiger Day) রয়েছে। এর মধ্যে কানহা ব্যাঘ্র অভয়ারণ্যে ১০৫ টি, বান্দবগড় ব্যাঘ্র অভয়ারণ্যে ১৩৫ টি এবং পেঞ্চ ব্যাঘ্র অভয়ারণ্যে ৭৭ টি করে বাঘ রয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন - আমরা গর্বিত যে মধ্যপ্রদেশ এখন বাঘের রাজ্য, বাঘের সুরক্ষার এবং সংরক্ষণের জন্য আমরা উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি, বাঘ এখন আমাদের রাজ্যের গৌরবের বিষয়। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের শুভেচ্ছা বিনিময় করেন দেশবাসীর সঙ্গে।
কেন্দ্রীয় মন্ত্রীর শুভেচ্ছা বার্তা
একই ভাবে কেন্দ্রীয় বন বিভাগ মন্ত্রী ভুপেন্দ্র যাদবও আন্তর্জাতিক ব্যাঘ্র (International Tiger Day) দিবসের কুশল বিনিময় করেছেন দেশবাসীর সঙ্গে। তিনি ট্যুইটারে বলেন যে শেষ গণনা অনুযায়ী ভারতে সবথেকে বেশী বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। সেখানে মোট বাঘের সংখ্যা ৭৮৫ টি। উপযুক্ত পর্যবেক্ষণ এবং সংরক্ষণের সঠিক প্রতিফলনের চিত্র ধরা পড়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours