মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মোদিকে জায়েদ পদক প্রদান করেছেন। জায়েদ মেডেল বা অর্ডার অব জায়েদ হল আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা বা অন্যান্য রাষ্ট্রপ্রধানকে ওই পদক দেওয়া হয়। এই সম্মান পেয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সকল ভারতীয়ের সঙ্গে এই সম্মান ভাগ করে নিয়েছেন। মোদির কথায়, " ১৪০ কোটি ভারতবাসী আমার সঙ্গে রয়েছে বলেই আমি এই সম্মান আমি লাভ করেছি।"
কী বললেন মোদি
মঙ্গলবার যুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন মোদি। সে দেশে বসবাসকারী ভারতীয় সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু তাঁদের হৃদয় এক সুতোয় বাঁধা। তবে তাঁদের প্রত্যেকের হৃদয়ে বাজছে এক সুর – ভারত-সংযুক্ত আরব আমিরশাহি দোস্তি জিন্দাবাদ।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আপনারা আমায় অসম্ভব ভালোবাসেন। আমার সঙ্গে দেখা করতে আমরা সময় বের করেছেন। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।” তিনি বলেন, “আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি মাটির গন্ধ। সেই মাটি যে মাটিতে আপনারা জন্মেছিলেন, এবং এদেশে বয়ে নিয়ে এসেছেন ১৪০ কোটি মানুষের বার্তা। বার্তাটি হল, আপনার জন্য ভারত গর্বিত।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “বিন জায়েদ আমায় যা শ্রদ্ধা করেন, তা আমার কাছে একটি অতিমূল্যবান সম্পদ।”
Fortunate to have been bestowed with the prestigious Order of Zayed, the highest civilian award of the UAE. It is an honour for 140 crore Indians: PM pic.twitter.com/RSI4OsWQ7u
— PMO India (@PMOIndia) February 13, 2024
আরবি ভাষার সঙ্গে যোগ
আবুধাবিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আরবি ভাষায় কথা বলতে শোনা যায় মোদিকে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা তুলে ধরতেই আরবি ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী। ভারতীয় প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন ভাষায় উচ্চারিত বেশ কিছু শব্দের সঙ্গে আরবি ভাষার যোগসূত্র রয়েছে। তিনি বলেন, 'আমার আরবি উচ্চারণে কোনও ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা করে দেবেন।' মোদি আরও বলেন, 'আমাদের দুই দেশের সম্পর্ক সব ক্ষেত্রেই আরও শক্তিশালী হয়ে উঠছে। আমাদের সম্পর্ক নয়া উচ্চতায় গিয়ে পৌঁছচ্ছে। ভারত এই সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। আমাদের সম্পর্কের ভিত প্রতিভা, সংস্কৃতি।'
Incredibly honoured by the warm welcome from the Indian Community in Abu Dhabi today. The vibrancy of our diaspora never ceases to amaze me. pic.twitter.com/yqQRRoEAEu
— Narendra Modi (@narendramodi) February 13, 2024
এরপর মোদি সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর প্রথম সফরের স্মৃতিচারণা করেন। বলেন, '২০১৫ সালে আমি প্রথমবার আসি এই দেশে। তখন আমি কেন্দ্রীয় সরকারে নতুন। আমার আগে বিগত তিন দশকে ভারতের কোনও প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহিতে আসেননি। আর আমার সময়কালে গত ১০ বছরে এই নিয়ে সপ্তম সফর করলাম আমি। দুই দেশের সম্পর্ক যে এত পোক্ত হয়েছে, তার জন্য এখানে বসবাসরত প্রতিটি ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই।'
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours