মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কা ছিল। এবার সেটাই সত্য প্রমাণিত হল। দুদিন আগেই নদিয়ার শান্তিপুর (Shantipur) বেলঘড়িয়া-২ নম্বর পঞ্চায়েতের গবার চর মাঝেরপাড়া এলাকায় বিজেপির জয়ী সদস্য গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের দিকে আঙুল তুলেছিল বিজেপি নেতৃত্ব। সেটাই সত্য প্রমাণিত হল। এবার সেই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণপদ রাহাকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনা জানাজানি হতে আদতে শাসক দলেরই মুখ পুড়েছে।
ঠিক কী ঘটনা ঘটেছিল? (Shantipur)
নদিয়ার শান্তিপুর (Shantipur) বেলঘড়িয়া-২ নম্বর পঞ্চায়েতে ১৯টি আসন রয়েছে। এরমধ্যে ১২টি পেয়েছে তৃণমূল। আর বিজেপি ৭টি আসন দখল করে। গবার চর এলাকায় বিজেপির হয়ে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন গৌরাঙ্গবাবু। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন বোমাকাণ্ডে ধৃত কৃষ্ণপদ রাহা। কিন্তু, বিজেপি প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। আর তারপর থেকেই গৌরাঙ্গবাবুকে নানাভাবে হেনস্থা করার অভিযোগ ওঠে কৃষ্ণপদ রাহার বিরুদ্ধে। অভিযোগ, ১৮ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে গৌরাঙ্গ বিশ্বাসের পরিবারের অন্যান্য সদস্যরা বারান্দাতেই বিছানা করে ঘুমাচ্ছিলেন, তখনই একদল দুষ্কৃতী তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। যদিও একটি বোমা বিছানার উপরে পড়তেই গৌরাঙ্গবাবুর এক নাবালক ভাগ্নে এবং মা জখম হন। এছাড়াও বারান্দার পাশের একটি টিনের দরজা ভেঙেচুরে যায়।
কী বললেন বিজেপির জয়ী সদস্য?
বিজেপির জয়ী সদস্য গৌরাঙ্গ বিশ্বাস বলেন, নির্বাচনের আগে থেকেই তৃণমূল এসব করছে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে ওরা ফের আমার বাড়িতে বোমাবাজি করে। আগেও একথা বলেছি। পুলিশি তদন্তে আমার অভিযোগ প্রমাণিত হল। আসলে ওরা হেরে গিয়েছে তা মেনে নিতে পারছে না। তাই, এই ধরনের ঘটনা ঘটনাচ্ছে।
কী বললেন তৃণমূল নেতৃত্ব?
শান্তিপুরের (Shantipur) বেলঘড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ রায় বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। কেউ অভিযোগ করে থাকলে শাস্তি পাবে। আইন আইনের পথে চলবে। এতে আমার কিছু বলার নেই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours