BJP: জেলায় জেলায় বিজেপির বিজয়োল্লাস, মিছিল, কালীমন্দিরে পুজো দিলেন সুকান্ত

তিন রাজ্যে বিজেপির জয়ে বঙ্গেও উচ্ছ্বাস…
BJP
BJP

মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্তিসগড় বিধানসভা নির্বাচনে জয়ের উচ্ছ্বাস যেন বঙ্গেও দেখা গেল। সংবাদ মাধ্যমকে দেওয়া বুথ ফেরত সমীক্ষাকে বিজেপি পালটে দিল এই নির্বাচনী ফলাফলে। জেলায় জেলায় চলছে গেরুয়া আবিরের খেলা। সেই সঙ্গে চলছে মিষ্টি মুখ। বিজেপির (BJP) নেতা, কর্মীরা একাবারে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ বিনিময় করলেন কীভাবে সেই দৃশ্য চোখে পড়ল আজ।

উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কলকাতা, মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, মালাদায় লক্ষ্য করা গেল বিজেপি কর্মীদের জয়ের উল্লাস। কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির জয় নিয়ে বললেন, “লোকসভার ভোটে বাংলাও গেরুয়াময় হবে। পিসি-ভাইপোকে বিদাই নিতে হবে।” অপর দিকে বিজেপির জয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বোল্লাকালী মন্দিরে পুজো দিলেন। বঙ্গবাসীর জন্য প্রার্থনা করলেন। 

কলকাতায় বিজেপির উচ্ছ্বাস (BJP)

তিনরাজ্যে বিজেপি (BJP) জয়ের পর সাংগঠনিক জেলা উত্তর কলকাতায় পালিত হল দীপাবলির পর ফের একবার দীপ উৎসব। এই দীপ উৎসবে প্রদীপ জ্বালিয়ে বাংলার জন্য শুভ কামনা করা হল বিজেপির তরফ থেকে। এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলার বিজেপি সভাপতি তমোগ্ন ঘোষ এবং বিজেপি যুব মোর্চার সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান। 

বীরভূমে বিজয় উৎসব পালন

মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্রিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) জয়ী হওয়ায় গেরুয়া আবির খেলা হল। এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা কার্যালয়ের কর্মীরা। এই বিজয় উৎসব পালনে যোগদান করলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও মন্ডলের কর্মীরা। সিউড়িতে বের করা হয়েছে কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল। একই ভাবে পূর্ব বর্ধমানের কালনাতে জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে করা হয় বিজয় মিছিল।

বোল্লাকালীকে পুজো দিলেন সুকান্ত

বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সংসদ সুকান্ত মুজাদার তিন রাজ্যের বিজেপির বিপুলজয়ের কারণে দক্ষিণ দিনাপুরের বিজয় মিছিল বের করেছিলেন। পাশাপাশি এই রাজ্যের দুর্নীতি, চুরি থেকে মুক্তি পেতে বোল্লাকালী মায়ের কাছে পুজো দিলেন তিনি। এরপর উপস্থিত জেলার কর্মীদের নিয়ে এলাকায় মিষ্টি বিলি করলেন।   

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles