মাধ্যম নিউজ ডেস্ক: হলিউড থেকে বলিউড, 'মিটু'-র স্ক্যানারের তলায় আসতে হয়েছে বহু অভিনেতা থেকে নির্দেশককে। বাদ যাননি প্রোযজকরাও। এরকমই 'মিটু' (#MeToo) ঝড় তুলেছিলেন বলিউডের হারিয়ে যাওয়া বঙ্গ তনয়া তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। নাম জড়িয়েছিল নানা পাটেকরের (Nana Patekar)। জলঘোলাও হয়েছিল বেশ। তারপর খানিকটা থিতুও হয় সেই ঝড়। কিন্তু আবার সেই প্রসঙ্গ তুললেন তনুশ্রী। ফের নানা পাটেকরের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ। অভিনেত্রী জানালেন, তাঁর সঙ্গে যদি কোনও কিছু ঘটে যায়, তাহলে দায়ী থাকবেন নানা পাটেকর এবং তাঁর আইনজীবী, সহযোগীরা।
আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক
নেটমাধ্যমে নিজের ছবি শেয়ার করে তনুশ্রী লেখেন, "যদি আমার সঙ্গে কখনও কিছু হয়ে থাকে তাহলে 'মিটু'-এ অভিযুক্ত নানা পাটেকর, তাঁর আইনজীবী, সহযোগীরা এবং তাঁর বলিউড মাফিয়া বন্ধুরা দায়ী থাকবেন। বলিউডের মাফিয়া কারা? একই ব্যক্তি, যাদের নাম সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বার বার উঠে এসেছে (উল্লেখ্য, সকলেরই একই আইনজীবী)। তাঁদের সিনেমা দেখবেন না, তাঁদের সম্পূর্ণ বর্জন করুন এবং ভয়ঙ্কর প্রতিহিংসা নিয়ে তাঁদের ওপর নজর রাখুন।"
তিনি আরও লেখেন, "সমস্ত ইন্ডাস্ট্রির মুখ এবং সাংবাদিকদের ওপর নজর রাখুন, যারা আমার সম্পর্কে ভুয়ো খবর ছড়ায়। জনসংযোগের লোকজন, জঘন্য অপপ্রচার চালায় যারা, তাদের ওপরও নজর রাখুন। এদের সকলের ওপর নজর রাখুন! এদের জীবনকে নরক বানিয়ে দিন। কারণ এরা সবাই আমাকে হয়রান করেছে। আইন ও বিচারে হয়তো আমি ব্যর্থ। কিন্তু মানুষের প্রতি আমার আস্থা আছে। জয় হিন্দ... চললাম! আমার দেখা হবে।"
আরও পড়ুন: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের
২০১৮ সালে 'মি টু'-র অভিযোগে যখন সরব হন তনুশ্রী দত্ত। সেই সময় তিনি নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য (Ganesh Acharya) এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল, এক শ্যুটিং-এর সময় তনুশ্রীর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলিউডের এই বড় বড় নামেরা। সেই সময় নানা পাটেকারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তনুশ্রী। যদিও সব অভিযোগ অস্বীকার করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
+ There are no comments
Add yours