Pakistan PM: পাকিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন আনোয়ার-উল-কাকার

 ৭৭ তম স্বাধীনতা দিবসে পাকিস্তানে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
Pakistan_PM
Pakistan_PM

মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ৭৭ তম স্বাধীনতা দিবসের দিনে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে (Pakistan PM) শপথ নিলেন আনোয়ার-উল-কাকার। যতদিন না পর্যন্ত পাকিস্তানে সরকার গঠনে নির্বাচন হচ্ছে, ততদিন অন্তর্বর্তী সময়ের জন্য প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যেতে হবে পাকিস্তানের এই প্রধানমন্ত্রীকে। 

কোন সময়ে আনয়ার-উল-কাকার প্রধানমন্ত্রী (Pakistan PM)?

আনয়ার-উল-কাকার হলেন এমন এক ব্যক্তি, যিনি ৫২ বছর বয়সে পাকিস্তনের অন্তর্বর্তীকালের প্রধানমন্ত্রী (Pakistan PM) হয়েছেন। পাকিস্তানের বর্তমান সময়পর্ব একপ্রকার দৈন্য দশার সময়। এই সময়ে পাকিস্তানে রাজনৈতিক এবং আর্থিক সঙ্কট চলছে। সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইমরান খান পাকিস্তানে সরকারে এসেছিলেন। কিন্তু ইমরান খান আর্থিক দুর্নীতির কারণে পাকিস্তানের বিচার ব্যবস্থার কাছে দোষী সাব্যস্ত হন এবং আগামী পাঁচ বছর পর্যন্ত নির্বাচন না লড়তে পারার শাস্তি ঘোষণা হয়। আপাতত জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। উল্লেখ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন যে তিনি ১৬ মাস দায়িত্ব পালন করেছি। তিনি আরও বলেন যে তাঁরা সাংবিধানিক ভাবে ক্ষমতায় এসেছিলেন, আবার সাংবিধানিক ভাবে চলে যাচ্ছেন, সংবিধানের নিয়মকে তাঁরা মান্য করেন।

কে এই আনোয়ার-উল-কাকার?

১৯৭১ সালে বেলুচিস্তানের মুসলিমবাগে জন্মগ্রহণ করেছিলেন আনোয়ার (Pakistan PM)। বাল্যকালে সেন্ট ফ্রান্সিস স্কুল থেকে পড়াশুনা করেন। এরপর ক্যাডেট কলেজ কোহাট থেকে স্নাতকের পড়াশুনা করেন। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর হন। পাকিস্তান সংবিধানের ২২৪ নং ধারায় রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করে আনোয়ার-উল-কাকার বলেন, আমি আল্লার নামে শপথ গ্রহণ করে বলছি যে আমি পাকিস্তানের প্রতি সত্যকারের বিশ্বাস এবং আনুগত্য রাখবো। আনোয়ার ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সংবিধান অনুসারে গত সপ্তাহে নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙ্গে দেওয়া হয়েছে। এই প্রধানমন্ত্রীকে আগামী পাকিস্তানের সাধারণ নির্বাচন পর্যন্ত কাজ করে যেতে হবে। ৭৭ তম স্বাধীনতা দিবসের এই প্রধানমন্ত্রীকে অনেকেই কেয়ারটেকার প্রধানমন্ত্রী বলছেন।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles