BJP: নাগাল্যাণ্ডে সরকার গড়ার পথে বিজেপি, মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা

মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা হলেও সরকার গঠনে এনপিপির সঙ্গে বিজেপির আলোচনার রাস্তা খোলা থাকে কিনা সেটাই দেখার
WhatsApp_Image_2023-03-02_at_1544.53
WhatsApp_Image_2023-03-02_at_1544.53

মাধ্যম নিউজ ডেস্ক: নাগাল্যাণ্ডে সরকার গড়ার পথে বিজেপি (BJP)মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা। বিজেপি সূত্রে খবর, রাত ৮টায় বিজেপি সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। উত্তর-পূর্বের দলের এই ব্যাপক সাফল্যের পর তিনি জনসাধারণের উদ্দেশে ভাষণও দিতে পারেন বলে শোনা যাচ্ছে।

মোদিতেই আস্থা, তাই এই জয় বলছেন কিরণ রিজিজু

তিন রাজ্যের নির্বাচনের ছবি স্পষ্ট হতেই দলের তরফে একাধিক নেতার মন্তব্য সামনে এসেছে। নির্বাচনে দলের এই সাফল্য ঘিরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু বলেছেন, “উত্তর পূর্বে বিজেপির (BJP) জয়ের এক ও একমাত্র  কারণ হল মোদিজি। বিজেপি যে মানুষের জপন্য কাজ করেছেন এবং তা যে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে নির্বাচনের ফলাফল থেকেই তা স্পষ্ট। আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি”। অন্যদিকে ত্রিপুরার জয়ে খুশি মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যবধান কমলেও শেষ হাসি হাসতে পেরে খুশি তিনি। দলের শীর্ষ নেতাদের এই জয় উৎসর্গ করেছেন তিনি।

এক নজরে দেখে নেওয়া যাক সর্বশেষ ছবি-

মেঘালয় এবং নাগাল্যান্ডে গত ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়। মেঘালয়ে ৭৪.৩ শতাংশ,  নাগাল্যান্ডে ৮৩ শতাংশ ভোট পড়েছিল। 

নাগাল্যান্ড – মোট আসন ৬০, বিজেপি (BJP)-এনডিপিপি জোট ৪০টি আসন, এনপিএফ ৩টি আসনে, কংগ্রেস ০, অন্যরা ১৭ টি আসনে এগিয়ে রয়েছে।

মেঘালয় – মোট আসন ৬০, বিজেপি (BJP) ৫টি আসনে, এনপিপি ২৩টিতে এগিয়ে রয়েছে, কংগ্রেস ৪টি আসনে এগিয়ে, টিএমসি ৫, অন্যান্য ২২টি আসনে এগিয়ে

লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির কাছে রীতিমত যেন এক অগ্নিপরীক্ষা ছিল। সাফল্যের সঙ্গেই তা উতরাল বিজেপি মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, প্রথমবারের মতো, মেঘালয়ের ৬০ টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি।

আরও পড়ুন: ত্রিপুরায় জয়ী বিজেপি, নোটার চেয়েও কম ভোট পেয়ে মুখ পোড়াল তৃণমূল

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

 

 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles