মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। ১১ দিন ধরে রানি এলিজাবেথের দেশে চলবে এই মাল্টি স্পোর্টস ইভেন্ট। বৃহস্পতিবার রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল। বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে ভাংড়া দিয়ে শুরু হল কমনওয়েলথের যাত্রা। চোট, আঘাত, ডোপ কেলেঙ্কারি, অভাব, অভিযোগ, করোনার ভ্রুকুটিকে পিছনে ফেলে উদ্বোধনী অনুষ্ঠানে থাকলেন ভারতের ১৬৮ জন অ্যাথলিট। সবার সামনে তেরঙা নিয়ে হাঁটলেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং মনপ্রীত সিং(Manpreet Singh)। বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক।
[tw]
On behalf of all fellow citizens, I convey my best wishes to the Indian contingent for Commonwealth Games 2022. I am confident that our athletes will put up their best performance and make the country proud. The entire nation is cheering for you. Good luck, Team India!
— President of India (@rashtrapatibhvn) July 28, 2022
[/tw]
গেমস শুরুর আগেই ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছাবার্তা পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi), কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারত ৯টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। শুরুতেই ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম দিনেই অভিযান শুরু করবে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম গ্রুপ ম্যাচে হরমনপ্রীত কউরদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
[tw]
Best wishes to the Indian contingent at the start of the 2022 CWG in Birmingham. I am confident our athletes will give their best and keep inspiring the people of India through their stupendous sporting performances.
— Narendra Modi (@narendramodi) July 28, 2022
[/tw]
এছাড়া প্রথম দিনে ভারত লড়াই চালাবে হকি, বক্সিং, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রায়াথ্লন, সাঁতার ও লন বলে। ভারতের মহিলা হকি দলের প্রথম প্রতিপক্ষ ঘানা। আজ ভারতের নানা খেলা দেখে নিন একনজরে:
লন বলস
মহিলাদের সিঙ্গেলস (তানিয়া চৌধুরী), পুরুষদের ট্রিপলস, রাউন্ড ১- দুপুর ১
মহিলাদের সিঙ্গেলস (তানিয়া চৌধুরী), পুরুষদের ট্রিপলস, রাউন্ড ২- বিকেল ৪
ভারত বনাম ইংল্যান্ড (মহিলাদের ৪)- সন্ধে ৭:৩০
ভারত বনাম মালয়েশিয়া (পুরুষদের জুটি)- সন্ধে ৭:৩০
ভারত বনাম কুক দ্বীপ (মহিলাদের ৪)- রাত ১০:৩০
ভারত বনাম ফকল্যান্ড দ্বীপ (পুরুষদের জুটি)- রাত ১০:৩০
আরও পড়ুন: ছবির মতো সেজেছে বার্মিংহাম! কমনওয়েলথ গেমসের সূচনা
টেবিল টেনিস
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (মহিলা)- দুপুর ২
ভারত বনাম বার্বাডোজ (পুরুষ)- বিকেল ৪:৩০
ভারত বনাম ফিজি (মহিলা)- রাত ৮:৩০
ভারত বনাম সিঙ্গাপুর (পুরুষ)- রাত ১১
সাঁতার
পুরষদের ৪০০ মিটার ফ্রি স্টাইল (কুশাগ্র রাওয়াত)- দুপুর ৩:১১
পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই (সজন প্রকাশ)-বিকেল ৪:০৩
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক (শ্রীহরি নটরাজ)- বিকেল ৪:২৬
সাইক্লিং
পুরুষদের দলগত ৪০০০ মিটার কোয়ালিফায়িং- দুপুর ৩:২৫
মহিলাদের টিম স্প্রিন্ট কোয়ালিফায়িং- বিকেল ৪:১২
পুরুষদের টিম স্প্রিন্ট কোয়ালিফায়িং- বিকেল ৪:৪৬
ক্রিকেট
ভারত বনাম অস্ট্রেলিয়া- দুপুর ৩:৩০
ট্রায়ালথন
আদর্শ এমএস, বিশ্বনাথ যাদব পুরুষদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসটেন্স- দুপুর ৩:৩১
প্রঞ্জা মোহন, সঞ্জনা জোশি মহিলাদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসটেন্স- সন্ধে ৭
জিমন্যাস্টিক্স
পুরুষদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত কোয়ালিফায়িং- বিকেল ৪:৩০
বক্সিং
শিব থাপা বনাম সুলেমান বালোচ (৬৩.৫ কেজি)- বিকেল ৫
হকি
ভারত বনাম ঘানা (মহিলা)- বিকেল ৫:৩০
ব্যাডমিন্টন
ভারত বনাম পাকিস্তান (মিক্সড)- সন্ধে ৬
স্কোয়াশ
মহিলাদের সিঙ্গলেস (অনাহত সিংহ)- রাত ১১
পুরুষদের সিঙ্গেলস (অভয় সিংহ)- রাত ১১:৪৫
প্যারা সাঁতার
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক এস ৯ ফাইনাল (আশিস কুমার সিংহ)- রাত ১২: ১৮
+ There are no comments
Add yours