Cyber Attack: দিল্লি এইমসে সাইবার অ্যাটাক! হ্যাকারদের টাকা চাওয়ার দাবি অস্বীকার করল দিল্লি পুলিশ

Cyber Attack: জানা গিয়েছিল যে, হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ২০০ কোটি টাকা দাবি করেছে।
cyber_attack
cyber_attack

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি এইমস হাসপাতালের সাইবার অ্যাটাক (Cyber Attack) নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু এবারে সাইবার অ্যাটাক কাণ্ডে এল নয়া মোড়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল যে, হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ২০০ কোটি টাকা দাবি করেছে। কিন্তু এই খবরকে অস্বীকার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, এইমসের সার্ভার ডাউন থাকলেও হ্যাকারদের তরফে কোনও টাকা চাওয়া হয়নি।

ঠিক কী ঘটে?

সূত্রের খবর অনুযায়ী, কিছুদিন আগেই দিল্লির এইমস হাসপাতালের সার্ভার ডাউন হয়ে যায় সাইবার অ্যাটাকের (Cyber Attack) জন্য। হ্যাকিং-এর এই বিষয়টি প্রথম বোঝা যায় গত বুধবার। বুধবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল। সোমবার নিয়ে টানা ষষ্ঠ দিন এইমসের সার্ভার ডাউন ছিল। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সাইবার অ্যাটাকের পর খবর এসেছিল যে, হ্যাকাররা ক্রিপটোকারেন্সিতে টাকা দাবি করেছে। তবে আজ দিল্লি পুলিশ এ বিষয়ে জানায় যে, কোনও টাকাই দাবি করা হয়নি।

গত বুধবার সকালে হওয়া এই হ্যাকার-হামলার জেরে প্রায় ৩-৪ কোটি রোগীর ডেটা হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইমস একটি বিবৃতি জারি করে বলেছে, "ডেটা পুনরুদ্ধার এবং সার্ভার ঠিক করার কাজ চলছে এবং ডেটার পরিমাণ এবং হাসপাতালের পরিষেবার জন্য প্রচুর সার্ভারের কারণে কিছু সময় নিচ্ছে। সাইবার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: কল্যাণী এইমস মামলায় বিপাকে সিআইডি, তদন্ত চালাতে লাগবে কেন্দ্রের অনুমতি, জানাল হাইকোর্ট

ম্যানুয়াল মোডে পরিষেবা...

সাইবার অ্যাটাকের (Cyber Attack) পর সার্ভার ডাউন হলে সব পরিষেবা ম্যানুয়াল মোডে করা হচ্ছে বলে জানিয়েছে এইমস। এইমস থেকে জানানো হয়েছে, "বহিরাগত রোগী, ইন-পেশেন্ট, ল্যাবরেটরি ইত্যাদি সহ হাসপাতালের সমস্ত পরিষেবা ম্যানুয়াল মোডে চলছে।" এর আগে শনিবার, এইমস কর্তৃপক্ষ বলেছিল যে, তারা জাতীয় মেডিকেল ইনস্টিটিউটে ডায়াগনস্টিকস, ল্যাব এবং ওপিডি পরিষেবাগুলি চালানোর জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে।

ইনস্টিটিউটের মেডিকেল সুপারিনটেনডেন্ট, ডাঃ ডি কে শর্মা জানিয়েছে, পরিষেবায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তাই বিভিন্ন বিভাগে বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি জানিয়েছেন, সার্ভার ডাউন হওয়ার পরেও ডিজিটাল রেকর্ডের তুলনায় বেশি রোগী দেখা গেছে। গত তিন দিনে, তাঁরা প্রতিদিন প্রায় ১২ হাজার রোগীর চিকিৎসা করেছে।

তদন্তে কেন্দ্রীয় সংস্থা...

দিল্লির এইমস-এ সাইবার অ্যাটাকের (Cyber Attack) তদন্তে এখন বেশ কয়েকটি কেন্দ্রীয় সংস্থা জড়িত রয়েছে। গত শুক্রবার, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এই তদন্তে যোগ দিয়েছে। এর পাশাপাশি এই কাণ্ডের তদন্ত করছে ইন্ডিয়া কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, দিল্লি পুলিশ, ইন্টেলিজেন্স ব্যুরো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles