মাধ্যম নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট (Graduate) এবং ডিপ্লোমা (Diploma) অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের (Apprenticeship Training) জন্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্টার ফর এয়ারবোর্ন সিস্টেম (CABS) এবং ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। বাছই করা প্রার্থীদের তালিকা ডিআরডিও-র অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশ করা হবে। নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে হবে চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুন: চাকরির সুযোগ, বহু শূন্যপদে নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত
১৪/০৩/২০২২ -এই তারিখের মধ্যে আবেদনকারীদের বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ অতিক্রম করে গেলে আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে না। ৫৪ টি পদে শিক্ষানবিস নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ডিআরডিওর মুকুটে নয়া পালক! অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা
বেতনক্রম:
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতিমাসে ৯০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা প্রতিমাসে ৮০০০ টাকা করে পারিশ্রমিক পাবেন।
শূন্য পদের সংখ্যা:
শূন্য পদের সংখ্যা ৫৬
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের যোগ্যতা:
সংসদ আইন দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রী থাকতে হবে।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের যোগ্যতা:
ভারত সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
যোগ্যতা:
প্রতিটি পদের জন্যে চাওয়া শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে একমাত্র তাঁরাই এই পদে আবেদন করতে পারবেন।
বেশি যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
যেসব প্রার্থীরা আগে অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম করেছেন বা এখন করছেন তাঁরা আবেদন করতে পারবেন না।
একবছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
কী করে আবেদন করবেন?
প্রথমে rac.gov.in or drdo.gov.in - এই লিঙ্কে যান।
সেখানে গিয়ে ‘What’s New’ - এই সেকশনে যান।
সঠিক সব তথ্য দিয়ে এবং তার সপক্ষে প্রমাণপত্র স্ক্যান করে জমা দিতে হবে।
সিএবিএস ব্যাঙ্গালুরুতে যোগদানের দিন প্রার্থীকে আবেদনপত্রের প্রিন্ট আউট সাইন করে এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্যের ওরিজিনাল কপি নিয়ে হাজির হতে হবে।
ডিআরডিওর বাছাই প্রক্রিয়া:
শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর নিরিখে বাছা হবে প্রার্থীদের।
বাছাই করা প্রার্থীদের তালিকা ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনকারীদের ওয়েবসাইটটিতে নজর রাখতে হবে।
+ There are no comments
Add yours