Exit Poll: গুজরাটে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত, হিমাচল যাবে কার দখলে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

গুজরাট ও হিমাচলের ভোটের ফল প্রকাশিত হবে ৮ ডিসেম্বর, দিল্লি নগর নিগমে ভোটের ফল প্রকাশিত হবে ৭ ডিসেম্বর।  
Exit_Poll
Exit_Poll

মাধ্যম নিউজ ডেস্ক: আজই সম্পন্ন হয়েছে গুজরাটের শেষ দফার ভোট গ্রহণ। এছাড়াও ১২ নভেম্বর এক দফায় হওয়া হিমাচল প্রদেশের নির্বাচনের ফলও স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। গতকাল, অর্থাৎ ৪ ডিসেম্বর দিল্লির পুরভোটও সম্পন্ন হয়েছে। এই তিন হাই ভোল্টেজ নির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কিছুক্ষণ আগেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফল। কার দখলে যাচ্ছে গুজরাট-হিমাচলের মসনদ? দিল্লির পুরসংস্থাই বা শাসন করবে কারা? কোন দিকে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার (Exit Poll)?

আরও পড়ুন: রাজ্যের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ না পৌঁছনোর সমস্যা মেটাতে বিশেষ কমিটি গঠন হাইকোর্টের  

প্রথমেই বলে রাখা দরকার, গুজরাটে দু দফায় ১৮২ আসনে, হিমাচল প্রদেশে ১ দফায় ৬৮ আসনে এবং দিল্লি পুরভোটের ক্ষেত্রে ১ দফায় ২৫০ আসনে নির্বাচন হয়েছে। গুজরাটের ক্ষেত্রে ম্যাজিক ফিগার ৯২, হিমাচল প্রদেশের ক্ষেত্রে ৩৫ এবং দিল্লির ক্ষেত্রে ১২৬। অর্থাৎ কোনও দল একাই সিংহাসন দখল করতে চাইলে এই সংখ্যক আসনে তাদের জয়লাভ (Exit Poll) করতে হবে 

গুজরাট বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাগুলির (Exit Poll) ইঙ্গিত, ফের রেকর্ড আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ম্যাজিক ফিগারের থেকেও বেশি আসনে জয়লাভ করতে পারে তারা। কংগ্রেস ম্যাজিক ফিগার থেকে বহু দূরে থাকবে। গুজরাটে এবার সম্ভবত খাতা খুলতে চলেছে আপ। কিন্তু বহু প্রচার সত্ত্বেও তারা এক অঙ্কের সংখ্যা পেরোতে পারবে না। অন্যদিকে হিমাচল প্রদেশে লড়াই হবে হাড্ডাহাড্ডি। গুজরাট ও হিমাচলে ফল প্রকাশিত হবে ৮ ডিসেম্বর, দিল্লি নগর নিগমে ভোটের ফল প্রকাশিত হবে ৭ ডিসেম্বর।

গুজরাট ভোটের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পেতে পারে ১৩২টি আসন, কংগ্রেস এবং তাদের শরিক মিলিয়ে পেতে পারে ৩৮টি আসন। 

গুজরাট ভোটের ক্ষেত্রে কী বলছে সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষা?

আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (১২৯-১৫১), কংগ্রেস (১৬-৩০), আপ (৯-২১), অন্যান্যরা (২-৬) 

এবিপি নিউজ- সি ভোটার: বিজেপি (১২৮-১৪০), কংগ্রেস (৩১-৪৩), আপ (৩-১১), অন্যান্যরা (২-৬)

ইন্ডিয়া টিভি- ম্যাটরিজ: বিজেপি (১১২-১২১), কংগ্রেস (৫১-৬১), আপ (৪-৭), অন্যান্যরা (১-৩)

নিউজ ২৪- চাণক্য: বিজেপি (১৫০), কংগ্রেস (১৯), আপ (১১), অন্যান্যরা (২)

রিপাবলিক টিভি- পি মার্ক: বিজেপি (১২৮-১৪৮), কংগ্রেস (৩০-৪২), আপ (৯-২১), অন্যান্যরা (২-৬)

হিমাচলের লড়াই হবে হাড্ডাহাড্ডি। কংগ্রেস না বিজেপি কে শেষ হাসি হাসবে তা এখনই বলা যাচ্ছে না। 

হিমাচলের ক্ষেত্রে কী বলছে সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষা?

আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (২৪-৩৪), কংগ্রেস (৩০-৪০), আপ (০), অন্যান্যরা (৪-৮) 

এবিপি নিউজ- সি ভোটার: বিজেপি (৩৩-৪১), কংগ্রেস (২৪-৩২), আপ (০), অন্যান্যরা (০-৪) 

ইন্ডিয়া টিভি- ম্যাটরিজ: বিজেপি (৩৫-৪০), কংগ্রেস (২৬-৩১), আপ (০), অন্যান্যরা (০-৩)

নিউজ ২৪- চাণক্য: বিজেপি (৩৩), কংগ্রেস (৩৩), আপ (০), অন্যান্যরা (২) 

রিপাবলিক টিভি- পি মার্ক: বিজেপি (৩৪-৩৯), কংগ্রেস (২৮-৩৩), আপ (০-১), অন্যান্যরা (১-৪)

দিল্লির রাশ থাকবে আপের হাতেই।  

দিল্লির ক্ষেত্রে কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (৬৯-৯১), কংগ্রেস (৩-৭), আপ (১৪৯-১৭১), অন্যান্যরা (৫-৯) 

নিউজ এক্স- জন কি বাত: বিজেপি (৭০-৯২), কংগ্রেস (৪-৭), আপ (১৫৯-১৭৫), অন্যান্যরা (০-১) 

টাইমস নাও- ইটিজি: বিজেপি (৮৪-৯৪), কংগ্রেস (৬-১০), আপ (১৪৬-১৫৬), অন্যান্যরা (০-৪)

জি নিউজ- বার্ক: বিজেপি (৮২-৯৪), কংগ্রেস (৮-১৪), আপ (১৩৪-১৪৬), অন্যান্যরা (১৪-১৯) 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles