Cheetah in India: নামিবিয়া থেকে ভারতে এল আটটি চিতা! তার আগেই ভাইরাল অতিথিদের ভিডিও

আজ প্রধানমন্ত্রী চিতা পুনরুদ্ধার প্রোগ্রামের সূচনা করবেন। এই দিনটি আবার প্রধানমন্ত্রীর জন্মদিনও
lmhnjspyvxjfxilw_1663299003
lmhnjspyvxjfxilw_1663299003

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে এল আটটি চিতা (Eight cheetahs)। নামিবিয়া থেকে আজ সকালে ভারতে  আসে এই চিতাগুলি। বিশেষ চার্টার্ড কার্গো বোয়িং 747 (Special chartered cargo plane) বিমানে চিতাগুলি ভারতে এসে পৌঁছল ৷ গোয়ালিয়রের ভারতীয় বিমান বাহিনী স্টেশনে বিমানটি অবতরণ করে। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) এই চিতাদের রাখা হবে। ভারতে পৌঁছনোর আগেই চিতার ভিডিও গতকাল এএনআই থেকে ট্যুইটে শেয়ার করা হয়েছে। এই ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে তিনটি চিতাকে দেখা যায়। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে।

জানা গিয়েছে, এক বিশেষ কার্গো বিমানে করে আনা হয়েছে এই চিতাগুলোকে। প্রথমে ঠিক হয়েছিল যে, নামিবিয়া থেকে প্রথেমে ওই বিমান জয়পুরে নামানো হবে ও তারপরে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হবে। কিন্তু পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। কারণ জানানো হয়েছে, এতে সময় বেশি লাগবে বলে তা বাতিল করা হয়েছে। তাই এই কার্গো বিমানটি সরাসরি মধ্যপ্রদেশের গোয়লিয়রেই নামবে এবং এদিনই চিতাদের ওই জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে। এই বিশেষ বিমানটিকেও বাঘের মুখের মত রং করা হয়েছে। আর এর ভেতরেও চিতাদের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে।

আরও পড়ুন: বাঘ আঁকা জাম্বো বিমানে করে ভারতে আনা হচ্ছে চিতা

কেন্দ্র সরকারের এক আধিকারিক এক সংবাদমাধ্যমকে বলেছেন, “চিতাদের নিয়ে আসা বিশেষ কার্গো বিমানটি সকাল ৬টা নাগাদ গোয়ালিয়র বিমানবন্দরে নামবে। এবং সেখানে কাস্টমসের কিছু নিয়ম পূরণের পর চিতাদের নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে। একটি চপারে করে বিমানবন্দর থেকে জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে।” আরও জানানো হয়েছে যে, বিশেষ কাঠের খাঁচা, যাতে বায়ু চলাচলের সুবিধা রয়েছে, এমন ধরণের বিমান চিতা আনার জন্য ব্যবহার করা হয়েছে।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) চিতা পুনরুদ্ধার প্রোগ্রামের সূচনা করবেন। এই দিনটি আবার প্রধানমন্ত্রীর জন্মদিনও (PM Modi birthday)। ফলে এদিনই চিতাগুলিকে ওই পার্কে ছেড়ে দিয়ে তিনি তাঁর জন্মদিন পালন করবেন। ভারতে চিতাদের বাসস্থান ফের গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ পদক্ষেপ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles