মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ল প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ (Direct Tax Collection)। গত আর্থিক বর্ষের (Fiscal Year) তুলনায় এবার এক লপ্তে এই কর সংগ্রেহের পরিমাণ বেড়েছে অনেকখানি। প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ যে গতবারের তুলনায় এবার বেড়েছে তা জানিয়েছে অর্থমন্ত্রকই (Finance Ministry)। রবিবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, চলতি আর্থিক বর্ষে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ বেড়েছে ৩০ শতাংশ। এই কর আদায় হয়েছে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। টাকার অংকে এই সংগ্রহের পরিমাণ ৮.৩৬ লক্ষ কোটি টাকা। মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লক্ষ ৩৬ হাজার ২২৫ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ছিল ৬ লক্ষ ৪২ হাজার ২৮৭ কোটি টাকা। শতাংশের হিসেবে এই বৃদ্ধির পরিমাণ ৩০।
প্রত্যক্ষ কর হল সেই কর, যা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি সরকারকে দেয়। এজন্য ফি বছর দাখিল করতে হয় আয়কর রিটার্ন। প্রত্যক্ষ করের মধ্যে পড়ে আয়কর, রিয়েল প্রপার্টি কর, পার্সোনাল প্রপার্টি করও। অর্থ মন্ত্রকের জারি করা বিবৃতি থেকে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে ১৭ সেপ্টম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহের নিট পরিমাণ ৭ লক্ষ ৬৬৯ কোটি টাকা। গত অর্থবর্ষে এই সংগ্রহের পরিমাণ ছল ৫ লক্ষ ৬৮ হাজার ১৪৭ কোটি টাকা। শতাংশের হিসেবে বৃদ্ধির হার ২৩ শতাংশ।
আরও পড়ুন : ট্যাক্স-সেভিং স্থায়ী আমানতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক?
মন্ত্রক জানিয়েছে, নিট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ৭ লক্ষ ৬৬৯ কোটি টাকা। এর মধ্যে রয়েছে কর্পোরেশন ট্যাক্স ৩ লক্ষ ৬৮ হাজার ৪৮৪ কোটি টাকা। পার্সোলান ইনকাম ট্যাক্স যার মধ্যে সিকিউরিটিজ ট্রানজেকশান ট্যাক্সও রয়েছে, তার পরিমাণ হল ৩ লক্ষ ৩০ হাজার ৪৯০ কোটি টাকা। ওই বিবৃতি থেকেই জানা গিয়েছে, চলতি অর্থ বর্ষের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে ১৭ সেপ্টম্বর পর্যন্ত ক্রমবর্ধমান অগ্রিম কর সংগ্রের পরিমাণ ছিল ২ লক্ষ ৯৫ হাজার ৩০৮ কোটি টাকা। গত অর্থবর্ষে এই সময় সীমায় এর পরিমাণ ছিল ২ লক্ষ ৫২ হাজার ৭৭ কোটি টাকা। শতাংশের হিসেবে যা দাঁড়ায় ১৭। ২০২২-২৩ অর্থবর্ষে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রিফান্ড করা হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৫৫৬ কোটি টাকা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours