Higher Education: উচ্চশিক্ষায় পড়ুয়া বৃদ্ধি পেয়েছে ৭.৫%, জানাচ্ছে সর্বভারতীয় সমীক্ষা

দেশ জুড়ে স্কুলের পরিকাঠামো, শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা, স্কুলগুলির অর্থনৈতিক হাল, পড়ুয়াদের ভর্তির সংখ্যা নিয়ে এই সমীক্ষা চালানো হয়।
Education
Education

মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চশিক্ষায় ঝোঁক বেড়েছে ভারতীয়দের। এমনই তথ্য দিল সর্বভারতীয় উচ্চশিক্ষা সমীক্ষা (Higher Education)। সমীক্ষার রিপোর্তে দেখা গিয়েছে, উচ্চশিক্ষায় পড়ুয়া সংখ্যা বেড়েছে ৭.৫% অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন -এর রিপোর্টে বলা হয়েছে, ২০১৯-২০ সালের তুলনায় ২০২০-২১ সালে প্রায় ৭.৫ শতাংশ বেশি পড়ুয়া উচ্চশিক্ষায় নাম লিখিয়েছেন। ২০১৯-২০ সালে উচ্চশিক্ষা নিতে এসেছিলেন প্রায় ১.৮৮ কোটি ছাত্রী। ২০২০-২১ শিক্ষাবর্ষে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২.০১ কোটি। রবিবার প্রকাশিত হয়েছে সমীক্ষার রিপোর্ট। 

প্রথম বার এই সমীক্ষা (Higher Education) চালানো হয়েছিল ২০১১ সালে। দেশ জুড়ে স্কুলের পরিকাঠামো, শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা, স্কুলগুলির অর্থনৈতিক হাল, পড়ুয়াদের ভর্তির সংখ্যা নিয়ে এই সমীক্ষা চালানো হয়।

আরও পড়ুন: জেলায় জেলায় মিড ডে মিলের পরিদর্শনে বেরল কেন্দ্রীয় দল, রিপোর্টের দিকে বিশেষ নজর শুভেন্দুর

আর কী বলা হয়েছে রিপোর্টে? 

  • ২০১৯-২০ সালে উচ্চশিক্ষায় ভর্তির হার ছিল ৩.৮৫ কোটি। ২০২০-২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪.১৪ কোটি। 
  • ২০১৪-১৫ সালের পর থেকে শেষ সমীক্ষা পর্যন্ত উচ্চশিক্ষায় ভর্তির সংখ্যা বেড়েছে প্রায় ৭২ লক্ষ। অর্থাৎ প্রায় ২১ শতাংশ বৃদ্ধি।
  • উচ্চশিক্ষায় ছাত্রের সঙ্গে সঙ্গেই বেড়েছে ছাত্রীর সংখ্যাও। ২০১৯-২০ সালে উচ্চশিক্ষা নিতে এসেছিলেন প্রায় ১.৮৮ কোটি ছাত্রী। ২০২০-২১ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২.০১ কোটি। অর্থাৎ উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ছে।
  • উচ্চশিক্ষায় তফশিলি জাতিভুক্ত পড়ুয়াদের সংখ্যাও বেড়েছে। ২০১৯-২০ সালে সেই সংখ্যা ছিল ৪৬.০৬ লক্ষ। সেটি ২০২০-২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৬.৫৭ লক্ষ। তফশিলি উপজাতির ক্ষেত্রেও সংখ্যাটি বেড়েছে ২১.৬ লক্ষ থেকে ২৪.১ লক্ষে। সমীক্ষায় এ কথা উল্লেখ করাও হয়েছে, ২০১৪-১৫ এবং ২০১৯-২০-র রিপোর্টের দিকে তাকালে দেখা যাবে যে উচ্চশিক্ষায় তফশিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের অংশগ্রহণ অনেকটাই বেড়েছে।       
  • আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের বিষয়েও কিছু তথ্য প্রকাশ করেছে সমীক্ষা। দেখা গিয়েছে সবচেয়ে বেশি পড়ুয়ারা ভর্তি হয়েছে হিউম্যানিটিজ বিভাগে (৩৩.৫ শতাংশ), তার পরে বিজ্ঞান (১৫.৫ শতাংশ), তার পরে কমার্সে (১৩.৯ শতাংশ)। আর ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগে (১১.৯ শতাংশ)। 
  • পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সামাজিক বিজ্ঞানে ভর্তি হয়েছেন ২০.৫৬ শতাংশ পড়ুয়া, বিজ্ঞানে ভর্তি হয়েছেন ১৪.৮৩ শতাংশ পড়ুয়া।    

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে ভারতে উচ্চশিক্ষার হার বিগত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles