Hindu: উচ্চশিক্ষিত, স্বাস্থ্য সচেতনও! বিভিন্ন গুণের অধিকারী ব্রিটেনের হিন্দুরা, দাবি সমীক্ষায়

বিভিন্ন জনগোষ্ঠীর উপর এই সমীক্ষা চালানোর কাজ শুরু হয় মার্চ ২০২১ সালে
london
london

মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনে বসবাসকারী হিন্দুরা (Hindu) সুস্বাস্থ্য সমেত বিভিন্ন গুণের অধিকারী। এমনই তথ্য উঠে এল সেদেশের সরকারি সমীক্ষায়। শুধু তাই নয় এক্ষেত্রে হিন্দুরা (Hindu) এগিয়ে রয়েছে খ্রিশ্চানদের থেকেও। ব্রিটেনে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর উপর এই সমীক্ষা চালানোর কাজ শুরু হয় মার্চ ২০২১ সালে। এই সমীক্ষা অনুযায়ী, ব্রিটেনে বসবাসকারী হিন্দুদের স্নাতকোত্তর যোগ্যতাও সবথেকে বেশি। সেদেশের ভাষায় যাকে বলে Level-4 or above. মোট জনগোষ্ঠীর ৫৪ শতাংশই উচ্চশিক্ষিত।

আরও পড়ুন: এবছর অন্নপূর্ণা পুজো পড়েছে ২৯ মার্চ, জানেন এই পুজোর মাহাত্ম্য?

কী বলা হয়েছে ওই সমীক্ষায়

ওই সমীক্ষার সর্বশেষ ফলাফল প্রকাশিত হয়েছে গত সপ্তাহে। সেদেশে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে তাদের স্থান উল্লেখ করা হয়েছে এখানে।

আরও পড়ুন: সন্তান পেতে তান্ত্রিকের নির্দেশে ‘শিশু-বলি’! নাবালিকা হত্যাকাণ্ডের জেরে ধুন্ধুমার তিলজলায়

সেখানে দেখা যাচ্ছে সেদেশে বসবাসকারী হিন্দুদের (Hindu) মধ্যে সুস্বাস্থ্যের অধিকারী জনগোষ্ঠীর মোট সংখ্যার ৮৭ শতাংশ। শুধু তাই নয় শিক্ষা এবং কর্মসংস্থানের দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে হিন্দুরা (Hindu) বাকি জনগোষ্ঠীগুলি থেকে। ওই সমীক্ষায় দেখা যাচ্ছে সেদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায় ঘনবসতি সম্পন্ন বাড়িতে থাকতে পছন্দ করেন। ১৬ থেকে ৬৪ বছর বয়সী মুসলিমদের কর্মসংস্থানের অবস্থা সব থেকে খারাপ। সেটাও উল্লেখ রয়েছে সমীক্ষায়। অন্যদিকে সেদেশে বসবাসকারী শিখদের উপর চালানো এই সমীক্ষায় দেখা যাচ্ছে, তাদের জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষই নিজেদের মালিকাধীন বাড়িতেই থাকেন। মোট শিখ জনগোষ্ঠীর মধ্যে এই সংখ্যা ৭৭ শতাংশ। নিজেদের ধর্মের কথা উল্লেখ করেছেন সেদেশের ৯৪ শতাংশ মানুষজনই। তবে যেহেতু এই সমীক্ষা সেদেশের বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর ওপর সার্বিকভাবে চালানো হয়েছিল তাই সমীক্ষাকারী সংস্থা মনে করছে, বয়স, লিঙ্গ এই জাতীয় বিষয়গুলি সমীক্ষার উপর প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: ‘মন্ত্রিত্ব বাঁচাতেই প্রয়াত বাবাকে চোর বলছেন’, উদয়নকে কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন: কমব্যাট ফোর্সের পোশাক দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের, ট্যুইট শুভেন্দুর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles