মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর সঙ্ঘচালক মোহন ভাগবতকে। সঙ্ঘ প্রধানের (RSS) মতে, ‘‘হিন্দুরা পরধর্ম সহিষ্ণু তাই ইজরায়েল হামাসের মতো সংঘর্ষ কখনও ভারতে ঘটেনি।’’ প্রসঙ্গত গত ৭ অক্টোবর হামাসের জঙ্গিরা ইজারায়েলের ওপর প্রায় ৫ হাজার রকেট হামলা চালায়। এতে প্রায় ১,৪০০ সাধারণ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়। হামাস জঙ্গিদের এই হামলার পাল্টা প্রত্যাঘাতও শুরু করে ইজরায়েল। প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও যুদ্ধ চলছে দুই দেশের।
কী বললেন মোহন ভাগবত?
মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সঙ্ঘ প্রধান (RSS) বলেন, “এ দেশে একটি ধর্ম ও সংস্কৃতি রয়েছে, যা সব সম্প্রদায় এবং তাদের বিশ্বাসকে সম্মান করে। এটা হিন্দুদের দেশ। তার মানে এই নয় যে আমরা বাকিদের (ধর্মগুলিকে) প্রত্যাখান করব। আপনি যখন নিজেকে হিন্দু বলছেন, তখন আর বলার দরকার নেই যে মুসলমানরাও সুরক্ষিত। কেবলমাত্র হিন্দুরাই এটা করে থাকে। ভারতেই এটা হয়। অন্যরা এভাবে ভাবেন না।” তাঁর আরও সংযোজন, “সব জায়গায় সংঘাত চলছে। ইউক্রেনের যুদ্ধের কথা জানেন আপনারা। এবং হামাস-ইজরায়েল যুদ্ধ। ভারতের এমন ইস্যুতে কখনওই যুদ্ধ হয়নি। শিবাজী মহারাজের আমলেও আগ্রাসন ছিল। কিন্তু এই ইস্যুতে আমরা কখনও কারও সঙ্গে যুদ্ধ করিনি। এই কারণেই আমরা হিন্দু।”
প্যালেস্তাইনের জন্য ত্রাণ পাঠাল ভারত
প্রসঙ্গত, হামাসের প্রথম হামলার পরে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে তাবড় দেশগুলি। আমেরিকা এবং ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যে ইজারায়েলে সফরও করেছেন। হামাসের হামলা নিন্দা করেছে ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনে ত্রাণও পাঠিয়েছেন। রবিবারই বিদেশ মন্ত্রক জানিয়েছে, ত্রাণ নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান। সেখানে পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে ওষুধ থেকে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। চলতি সপ্তাহের শুরুতেই প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours