ICC World Cup 2023: চোটের জন্য বাদ অক্ষর, বিশ্বকাপ দলে ঢুকে পড়লেন অশ্বিন

তৃতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিলেন অশ্বিন...
ashwin_f
ashwin_f

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। তার জেরে বিশ্বকাপ দলে (ICC World Cup 2023) ঠাঁই হল না তাঁর। সেই জায়গায় দলে ঢুকলেন ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজার সঙ্গে দলে তৃতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিলেন অশ্বিন। জাডেজা ও কুলদীপ বাঁহাতি স্পিনার। অশ্বিনকে নিয়ে ব্যালেন্স করা হল দলে।

নিজেকে প্রমাণ করেন অশ্বিন

প্রসঙ্গত, এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামানো হয় তাঁকে। দেড় বছর পর এক দিনের দলে ফিরেই নিজেকে প্রমাণ করেন অশ্বিন। ওই সিরিজে অশ্বিন নিয়েছিলেন চারটি উইকেট। দ্বিতীয় এক দিনের ম্যাচে তিনি নিয়েছিলেন তিনটি উইকেট। এর পরেই অশ্বিনকে দলে নেওয়ার দাবি জোরালো হতে থাকে। বিশ্বকাপের সিংহভাগ ম্যাচ সহায়ক হবে ব্যাটারদের। তাই প্রয়োজন শক্তিশালী বোলিং টিমের। তা না হলে, ব্যাটিং-বান্ধব পিচে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিকে রোখা মুশকিল হতে পারে। সেক্ষেত্রে অশ্বিন যে রাইট চয়েস, তা বলাই বাহুল্য।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধ ম্যাচের সময় হাতে চোট পান অক্ষর। ব্যাট করার সময় একটি বল এসে তাঁর ডান হাতের ফোরআমে লাগে। তিনি এর ব্যাট করলেও পরে তাঁর ব্যথা বাড়ে। এরপর তিনি আর ফাইনাল ম্যাচে খেলেননি। তাঁর চোট ক্রমশ বেড়ে যাওয়ায় তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেননি। তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পান অশ্বিন। আর সুযোগ পেয়েই তিনটে ম্যাচে দাপট দেখান অশ্বিন। তিনি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন।

আরও পড়ুুন: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

বৃহস্পতিবারই প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচটি খেলতে গুয়াহাটি পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (ICC World Cup 2023)। এদিন রাতে গুয়াহাটি পৌঁছে যাবে ইংল্যান্ডও। 

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈষান কিশন, হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles