মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারত পাকিস্তানের ম্যাচে টানটান উত্তেজনা বলে কিছুই ছিল না। তার কারণ একতরফা ম্যাচে ভারত গোল করেই যাচ্ছিল। ব্যবধান এত বেশি হতে থাকে যে পাকিস্তানের পক্ষে সমতা ফেরানো অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১০-২ গোলে পরাস্ত হল পাকিস্তান। ওয়াকিবহল মহলের মতে, ভারত পাকিস্তানের কোনও ম্যাচেই এর আগে এত গোল হয়নি। তাই শনিবার হকির ইতিহাসে নতুন ইতিহাস গড়ল ভারতীয় দল। একথা বলাই যায়।
সেমিফাইনালে ভারত
পাকিস্তানকে দুরমুশ করে মিলল সেমিফাইনালে (Asian Games 2023) যাওয়ার ছাড়পত্রও। আপাতত চারটি ম্যাচে ভারতের পয়েন্ট রয়েছে ১২। প্রথম অর্ধে ভারতীয় দল চারটি গোল করে পাকিস্তান তখনও কোনও গোল শোধ করতে পারেনি। অবশেষে খেলা শেষ হতে দেখা যায় পাকিস্তান দুটি গোল করতে পেরেছে এবং ভারত দশটি। প্রথম থেকেই ভারত আক্রমনাত্মকভাবে খেলতে থাকে। খেলার নয় মিনিটের মাথাতেই প্রথম গোল করেন মনদীপ। এরপরে পাকিস্তান পেনাল্টি কর্নার (Asian Games 2023) পেলেও সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।
ম্যাচের খুঁটিনাটি
এরই মাঝে পাকিস্তানের গোলকিপার ভারতের এক খেলোয়াড়কে ডি বক্সের মাঝে ফেলে দেন। খেলার নিয়ম অনুযায়ী পেনাল্টি (Asian Games 2023) হয়। পেনাল্টি থেকে গোল করেন হরমোন প্রীত। দ্বিতীয় কোয়ার্টার থেকে আবার এগোতে শুরু করে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমোন প্রীত। তৃতীয় কোয়ার্টারে ফের গোল করেন হরমোন প্রীত। পরে পাকিস্তান একটি গোল শোধ করে কিন্তু কয়েক মুহূর্তের জন্যই। পরবর্তীকালে ভারত ফের ব্যবধান বাড়িয়ে নেয় এবার গোল করেন বরুণ। তৃতীয় কোয়ার্টারে শেষে পাকিস্তানকে আরও একটি গোল করতে দেখা যায় এদিন কিন্তু ফের দুটি গোলে এগিয়ে যায় ভারত। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি থেকে আবারও গোল করেন বরুণ কুমার। ম্যাচের (Asian Games 2023) শেষে দেখা যায় পাকিস্তান ৮ গোলে পিছিয়ে!
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours