Indian Economy: ২০২৭ সালের মধ্যেই ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, বলছে সমীক্ষা

ভারত পিছনে ফেলে দেবে জাপান এবং জার্মানিকে...
money
money

মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র দু বছরের। তার মধ্যেই ভারত হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ (Indian Economy)। বর্তমানে বৃদ্ধির যে হার রয়েছে, সেই হার বজায় থাকলে ২০২৭ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। তৃতীয় স্থান দখল করতে গিয়ে ভারত পিছনে ফেলে দেবে জাপান এবং জার্মানিকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমীক্ষায়ই একথা বলা হয়েছে। এর আগে এসবিআইয়ের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, ২০২৭ সালের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে।

মোদি জমানায় উন্নতি 

২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। সেই সময় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ১০ নম্বরে ছিল ভারত। এগোতে এগোতে বর্তমানে ভারত দখল করেছে পঞ্চম স্থান। দীর্ঘদিন এই জায়গাটা দখল করে রেখেছিল ব্রিটেন। ব্রিটেনকে সরিয়ে সেই জায়গা দখল করেছে মোদির ভারত। রিপোর্টে বলা হয়েছে, ২০২২-২০২৭ এই সময়সীমার মধ্যে বৃদ্ধির বর্তমান হার বজায় থাকবে। আশা করা যাচ্ছে, এর আকৃতি হবে অস্ট্রেলিয়ার বর্তমান অর্থনীতি ১.৮ লক্ষ কোটি মার্কিন ডলারের চেয়েও বেশি। রিপোর্টে বলা হয়েছে, এই হারে প্রতি দু বছর ছাড়া ভারতীয় অর্থনীতিতে (Indian Economy) যোগ হচ্ছে ০.৭৫ লক্ষ কোটি মার্কিন ডলার। এভাবে ২০৪৭ সালের মধ্যে ভারত ছুঁয়ে ফেলবে ২০ লক্ষ কোটি মার্কিন ডলারের চৌকাঠ।

জিডিপির হার

শুধু তাই নয়, ২০২৭ সালের মধ্যে জিডিপিতে ভারতের গ্লোবাল শেয়ারের পরিমাণ দাঁড়াবে ৪ শতাংশ। বর্তমানে জিডিপিতে ভারতের শেয়ার ৩.৫ শতাংশ। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ২.৬ শতাংশ। তিন বছর পরে যা গিয়ে দাঁড়াবে ৪ শতাংশে। এসবিআইয়ের ওই রিসার্চ থেকে এও জানা গিয়েছে, অন্ততপক্ষে দেশের দুটি রাজ্য – মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ অর্থনৈতিক ক্ষেত্রে (Indian Economy) ২০২৭ সালের মধ্যে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের গণ্ডী ছাড়াবে। আর এই বছরই ভারতের ঠাঁই হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার তিন নম্বরে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৭ সালে ভারতের প্রধান রাজ্যগুলির জিডিপির আকার এশিয়া এবং ইউরোপের দেশ যথাক্রমে ভিয়েতনাম ও নরওয়ের চেয়ে বেশি হবে।

আরও পড়ুুন: ছুটিতে বাড়িতে এসে নিখোঁজ কাশ্মীরের তরুণ জওয়ান, গাড়িতে রক্তের দাগ কেন?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles