Indo Pakistan Border: ভারতে অনুপ্রবেশের চেষ্টা এক পাকিস্তানির! গুলি করে মারল বিএসএফ, ধৃত আরও ১

Indo Pakistan Border: মঙ্গলবার সীমান্তরক্ষীদের তৎপরতায় ফের ভেস্তে গেল ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের নাশকতার ছক।
jammu
jammu

মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় সাফল্য পেল সীমান্তরক্ষীরা। সূত্রের খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান সীমান্তে (Indo Pakistan Border) অনুপ্রবেশের চেষ্টা করে এক পাকিস্তানি। সীমান্তরক্ষা বাহিনীর তৎপরতায় খতম করা গিয়েছে ওই অনুপ্রবেশকারীকে। আবার আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ, মঙ্গলবার সীমান্তরক্ষীদের তৎপরতায় ফের ভেস্তে গেল ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের নাশকতার ছক।

বিএসএফের গুলিতে খতম অনুপ্রবেশকারী

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের আর্নিয়া সেক্টর দিয়ে (Indo Pakistan Border) ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক পাকিস্তানি। তাঁকে দেখতে পেয়েই প্রথমে সাবধান করে বিএসএফ আধিকারিকরা। কিন্তু তাতে ওই অনুপ্রবেশকারী কান না দিলে গুলি চালায় বাহিনী। সেই গুলিতে প্রাণ হারায় ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী। বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, জম্মুর আর্নিয়া সেক্টরে এবং সাম্বা জেলার রামগড় সেক্টরে সর্তক সেনা জওয়ানরা অনুপ্রবেশের এই চেষ্টাকে ব্যর্থ করে দেয়। তিনি আরও বলেন, আর্নিয়া সেক্টরে সীমান্তের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসতে দেখে বিএসএফ-এর জওয়ানরা পাকিস্তানি অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে থামার জন্য অনেকবার বলা হলেও সে কোনও কর্ণপাত করেনি। তাই অন্য কোন বিকল্প না পেয়ে জওয়ানরা তাকে গুলি করে হত্যা করে।

গ্রেফতার এক পাকিস্তানি অনুপ্রবেশকারী

অপরদিকে, জম্মু-কাশ্মীরের রামগড় সেক্টর দিয়েও (Indo Pakistan Border) একজন পাকিস্তানি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। সীমান্তের কাঁটাতার টপকে ভারতে ঢোকার চেষ্টা করার সময় পাকড়াও করে বিএসএফ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফের কর্তারা। পুলিসের হাতে তুলে দেওয়া হবে ওই পাকিস্তানিকে, এমনটাই জানানো হয়েছে বিএসএফের তরফে।  দুই সেক্টরেই তল্লাশি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা।

উল্লেখ্য, চলতি বছরে উপত্যকা রক্তাক্ত হওয়ার অনেক ঘটনাই উঠে এসেছে। একাধিক নাশকতার ছক কষা হয়েছে। এমনকি জইশ, লস্কর সহ একাধিক পাকিস্তানি নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীর শীর্ষ নেতাদের মধ্যে এই নিয়ে বৈঠকও হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। কোথায় কিভাবে হামলা করা যাবে সেই ব্লু প্রিন্টও নাকি তৈরি হয়েছে। তাই এবারে সীমান্তে কড়া নজর রাখছে বিএসএফ। সীমান্তে পাহারা দেওয়া সত্ত্বেও পর পর জম্মু-কাশ্মীর জুড়ে যে খুনের ঘটনা ঘটছে তা রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি, ভূস্বর্গে অনুপ্রবেশের ঘটনাও দিনের পর দিন বেড়েই চলেছে। তাই ভারত-পাক সীমান্ত  (Indo Pakistan Border) এলাকায় আরও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles