মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআইয়ের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। তাই মোবাইলের তথ্য়কে হাতিয়ার করতে চাইতে সিবিআই। ইতিমধ্যে, ডেটা উদ্ধার করতে দিল্লি থেকে কলকাতায় পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ টিম। সূত্রের খবর তেমনই। তদন্ত চলাকালীন, জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha) পুকুরের মধ্যে মোবাইল ফেলে দেন। পুকুরের পাঁক থেকে মোবাইল উদ্ধার করতে সমর্থ হয় সিবিআই। জানা গিয়েছে ওই মোবাইল দুটি পুনরায় চালু করতে পেরেছে তারা।
৬৫ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণকে (Jibankrishna Saha)
মুর্শিদাবাদের বড়ঞা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। ৬৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারির পর জীবনকে প্রথমে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরে সিবিআই ক্য়াম্পে। সেখানে মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে আনা হয় কলকাতা নিজাম প্য়ালেসে। ধৃতকে ২৫ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
তদন্তে সহযোগিতা করছেন না বিধায়ক
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না বিধায়ক। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। মনে করা হচ্ছে ওই মোবাইল থেকেই নিয়োগ দুর্নীতির অনেক তথ্য মিলতে পারে। এখন দেখার কী এমন তথ্য রয়েছে ওই মোবাইলে যার জন্যে তা পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক। জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের ঝোপ থেকে CBI উদ্ধার করেছিল ৬ টি ব্যাগ ভর্তি নথিও। গত শুক্রবার বেলা ১টা নাগাদ জীবনকৃষ্ণর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। পুকুরের জলে মোবাইল সহ নথি ফেলে জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। তাই রাতেই পুকুরের জল তুলে ফেলার কাজ শুরু করে সিবিআই। রাত সাড়ে দশটায় ফের নতুন করে সিবিআইয়ের ঊর্ধ্বতন অফিসার সহ সিআরপিএফ পৌঁছয়। শনিবার সকালে তল্লাশি করতে গিয়ে নথি ভর্তি ব্যাগ পেয়েছে তদন্তকারীরা। তবে ওই নথি কীসের তা জানা যায়নি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours