মাধ্যম নিউজ ডেস্ক: বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আমাদের ভগবান। তাই ওঁকে ফেরাতে হবে। নিয়োগ দুর্নীতি মামলা থেকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার ‘সুপ্রিম’ (Supreme Court) নির্দেশের পরে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তাঁরা যে চূড়ান্ত হতাশ, তাও জানাতে ভোলেননি তাঁরা। দেশের শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদন, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে যেন পুনরায় স্বমহিমায় ফিরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের তরফে হীরু ধাড়া বলেন, আমরা স্পষ্টতই এই ঘটনা শোনার পর হতাশ হয়েছি। আমাদের কাণ্ডারী, আমাদের আলোর দিশারি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সূত্র ধরেই আমরা এই তদন্তের একটা শেষ সীমায় পৌঁছেছি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আমাদের ভরসা...
চাকরি প্রার্থীরা বলেন, দালাল রাজনীতি, দালালদের হাত থেকে আমাদের বাঁচাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আমাদের ভরসা দিয়েছিলেন। আমাদের খুঁটি হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন। আমাদের সমস্ত দিক থেকে প্রোটেকশন দিয়েছিলেন। তাঁরা বলেন, তাঁকে সরিয়ে দেওয়া হলে আমাদের কিছু করার নেই। বলার ভাষা হারিয়ে ফেলেছি। হাতজোড় করে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা বলেন, সুপ্রিম কোর্টের কাছে আমাদের অনুরোধ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেন স্বমহিমায় তাঁর দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়। তাঁরা বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্যই নিয়োগ দুর্নীতির সবটা প্রমাণ হয়েছে। একমাত্র তাঁর জন্যই এটা হয়েছে। দীর্ঘ দিন ধরে সুবিচারের অপেক্ষায় রয়েছি আমরা। অনেকটা লক্ষ্যে পৌঁছেও গিয়েছি। আমরা চাই, এই মামলায় ওঁকে ফিরিয়ে দেওয়া হোক।
আরও পড়ুুন: ‘‘সমলিঙ্গ বিয়েতে কে বাবা, কে মা?’’ সুপ্রিম কোর্টে প্রশ্ন তুষার মেহতার
চাকরি প্রার্থীদের মধ্যে একজন বলেন, আমরা যুব সমাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে আছি। কাল থেকে আমরা রাস্তায় নামব। আমাদের ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই ষড়যন্ত্র করে ওঁকে সরানো হচ্ছে। স্বাধীন ভারতে প্রথম কালো বিচার ব্যবস্থা আজ প্রমাণিত হল। বেকার যুব সমাজ এই দিনটি মনে রাখবে। তাঁকে ফিরিয়ে আনতেই হবে। রাঘব বোয়ালের পেটে লাথি পড়েছে বলেই ষড়যন্ত্র করে সরানো হচ্ছে ওঁকে।
তবে এখনও স্পষ্ট নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চ থেকে সব মামলা সরল, নাকি অভিষেক সংক্রান্ত মামলাটি সরল। কারণ এখনও আদালতের নির্দেশের কপি হাতে আসেনি। তবে আইনজীবী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, যতটুকু বুঝেছি, তাতে শুধুমাত্র অভিষেকের মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours