মাধ্যম নিউজ ডেস্ক: রাতের আকাশে দূরবীনে চোখ রেখে অনেকেই হারিয়ে যান তারাদের জগতে। এমন মহাকাশপ্রেমীদের জন্য সুখবর। রাতের আকাশে পৃথিবীর খুব কাছাকাছি দেখা যাবে গ্রহরাজ বৃহস্পতিকে। ২৬ সেপ্টেম্বর সোমবারই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। ৭০ বছর পর একবারই পৃথিবীর সবথেকে কাছে আসে বৃহস্পতি। এমন বিরল ঘটনা জীবনে দু-বার দেখার সুযোগ মেলে খুব কম সংখ্যক মানুষেরই। আকার আয়তনের দিক থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৬০ কোটি মাইল দূরে অবস্থান করে। কিন্তু ২৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে মাত্র ৩৬ কোটি ৫০ লক্ষ মাইল দূরে অবস্থান করবে গ্রহরাজ বৃহস্পতি।
আরও পড়ুন: ডাইনোসরের যুগে তৈরি হওয়া গর্তের সন্ধান আজ! গ্রহাণু আছড়ে পড়ায় সৃষ্টি হয় 'নাদির' গহ্বরের
বৃহস্পতির এরকম পৃথিবীর নিকটবর্তী হওয়ার ঘটনাটি মহাজাগতিক বলে জানিয়েছেন নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের গবেষণারত জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম কোবেলস্কি। তিনি বলেছেন, অত্যাধুনিক ব্যান্ডযুক্ত বাইনোকুলার ব্যবহার করলে পৃথিবীপৃষ্ঠ থেকেই সেদিন দেখতে পাওয়া যাবে বৃহস্পতির ৩-৪টি গালিলিয়ান উপগ্রহ। এছাড়াও ৪ ইঞ্চি বড়ো এবং সবুজ-নীল ফিল্টারযুক্ত টেলিস্কোপ ব্যবহার করলে বৃহস্পতিকে শুধু স্পষ্ট ভাবে দেখাই যাবে না, তাকে জড়িয়ে থাকা বাষ্পীয় বলয়ও (অন্তত মাঝখানের বলয়টি) স্পষ্ট দেখা যাবে। বৃহস্পতির দক্ষিণ গোলার্ধে একটি লাল বিন্দু রয়েছে৷ যা বৃহত্তম সৌরঘূর্ণি বলে পরিচিত।
আরও পড়ুন: পৃথিবীকে বাঁচাতে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ নাসার মহাকাশযানের! দেখতে পাবেন লাইভ
শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখলে সেটিরও দেখা মিলবে৷ প্রাপ্তির এখানেই শেষ নয়৷ ওই দিন দেখা মিলতে পারে বৃহস্পতির তিন-চারটি উপগ্রহেরও৷ ১৭ শতকে গ্যালিলিও প্রথম বৃহস্পতির তিনটি উপগ্রহ নিরীক্ষণ করেছিলেন। সেকারণেই এই উপগ্রহগুলি গ্যালিলিয়ান উপগ্রহ নামে পরিচিত। প্রসঙ্গত, নাসার জুনো মহাকাশযান ৬ বছর ধরে বৃহস্পতিকে প্রদক্ষিণ করে যাচ্ছে। বিজ্ঞানীদের আশা, বৃহস্পতির অধ্যয়ন সৌরজগতের অনেক অজানা তথ্যের উন্মোচন করবে। নাসার তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতি পৃথিবীর কাছাকাছি অবস্থান কালে তার ছবি তোলা হবে। যদিও ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours