Kolkata Weather: বাংলাতেও মন্দৌসের প্রভাব? বাড়তে পারে মহানগরীর তাপমাত্রা

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মন্দৌসের প্রত্যক্ষ না হলেও পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে।
Cyclone_1666311053985_1666311054268_1666311054268
Cyclone_1666311053985_1666311054268_1666311054268

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে নভেম্বরের শুরুতেই শীত পড়তে শুরু করেছিল। মাসের শেষে শীত উধাও হলেও ডিসেম্বরে আবার শীতের আমেজ পাচ্ছে রাজ্যবাসী। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে ফের পারদ ফের ঊর্ধ্বমুখী (Kolkata Weather)। রাতে বাড়তে পারে শহর কলকাতার তাপমাত্রা। 

শনিবার সামান্য বেড়েছে শহরের তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather) ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৭২ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।

আরও পড়ুন: জল্পনার অবসান! হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু 

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মন্দৌসের প্রত্যক্ষ না হলেও পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে (Kolkata Weather)। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে। রাজ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ হবে ঊর্ধ্বমুখী। শনিবার থেকেই পড়বে সেই প্রভাব। কলকাতায় সকালের দিকে হালকা ধোঁয়াশা। দিনভর আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা।  
 
তবে আগামী সপ্তাহে ফের নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোথাও আপাতত বৃষ্টির (Kolkata Weather) সম্ভাবনা নেই। প্রসঙ্গত, অক্টোবরের শেষে এই শহরের তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছিল। শেষবার ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ওই বছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর। সেই বছর তাপমাত্রা নেমেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াসে।  

অন্ধ্রপ্রদেশের পুদুচেরি এবং শ্রীহরিকোটার মধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্দৌস। যার জেরে এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু ও রায়ালসীমায়ে। কর্নাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনার রয়েছে। দক্ষিণ কর্নাটকে বৃষ্টি চলবে রবিবারেও। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে এদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজ্যে সারাদিকে কোথায় কেমন তাপমাত্রা ছিল?

আসানসোল (১০.২)
বহরমপুর (১৪.২)
বাঁকুড়া (১২.৭)
বর্ধমান ( ১৩.৬)
কোচবিহার ( ১২.১)
দার্জিলিং (৭.৬)
কালিম্পং ( ১১.৫)
দিঘা ( ১৩.১)
কলকাতা (১৫.৬)
দমদম (১৬.২)
কৃষ্ণনগর (১৩.৪)
মালদহ (১৫.৫)
মেদিনীপুর (১৩.৭)
শিলিগুড়ি (১৪.৭)
শ্রীনিকেতন ( ১২.১)
সুন্দরবন (১৬.৫)

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles