Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতিতে এবার কুন্তলের মুখে রহস্যময়ীর নাম! তাঁর কাছেই রয়েছে সব টাকা! কে তিনি?

নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘মেন লোক’ গোপাল দলপতি
Kuntal
Kuntal

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে তত সামনে আসছে নতুন নতুন চরিত্র। বৃহস্পতিবার আলিপুর কোর্ট থেকে জেল হেফাজতে যাওয়ার সময়ে এক রহস্যময়ী নারীর নাম করলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। সেই ‘রহস্যময়ী’র পরিচয়ও দিয়েছেন তিনি। কুন্তলের দাবি, সব টাকা রয়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে। 

রহস্যময়ীর পরিচয়

এর আগেও একাধিকবার গোপাল দলপতির বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা-সহ নানা অভিযোগ করেছিলেন কুন্তল। এমনকি তাঁকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘মেন লোক’ বলেও অভিহিত করেন তিনি। কুন্তল বললেন, ‘তদন্ত ঘোরানোর জন্য কোনও কথা বলে লাভ নেই। যা টাকা আছে… যা টাকা রেখেছে… গোপাল দলপতি এবং হৈমন্তী গঙ্গোপাধ্যায়।’ কুন্তল ঘোষকে আরও প্রশ্ন করা হয়েছিল এই দুর্নীতির অভিযোগে গোপাল দলপতি ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? সেই নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি কুন্তল। বললেন, ‘তদন্তের ভিতরের কথা কিছু বলব না।’

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ তাপস-কুন্তলের! ‘কালীঘাটের কাকু’-কে নিয়ে বাড়ছে ধোঁয়াশা

প্রসঙ্গত, গোপাল দলপতি ওরফে আরমান ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন। গতকাল গোপাল দলপতিকে তলব করা হয়েছিল সিবিআই অফিসে, কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন। এরই মধ্যে সামনে এল তাঁর স্ত্রীয়ের নাম। সূত্রের খবর, হৈমন্তীর একটি কোম্পানি রয়েছে। তবে গোপাল ইতিমধ্যে দাবি করেছেন তার সঙ্গে বছর তিনেক ধরে হৈমন্তীর যোগাযোগ নেই। ইতিমধ্যে গোপালের সঙ্গে মুখোমুখি জেরায় কুন্তল হৈমন্তীর নাম বলেছেন বলে খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গোপাল দলপতি দাবি করেছেন, তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে বছর তিনেক আগে চলে গিয়েছেন। কোথায় আছেন, কী করছেন পত্নীর ব্যাপারে কিছুই জানেন না দলপতি।

সিবিআই সূত্রে খবর, কুন্তল দাবি করেছেন উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতার পিএ-এর অ্যাকাউন্ট থেকে গোপাল দলপতির কাছে প্রায় চল্লিশ লক্ষ টাকা এসেছিল। সেই টাকা ট্রান্সফার হয়েছিল মুম্বইয়ের একটি কোম্পানিতে।সেলোকো পার্টনার্স নামের সেই কোম্পানির মালিকের নাম হৈমন্তী গঙ্গোপাধ্যায়।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles