মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএল ট্রফি জিততে না পারলেও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। লিগ শিল্ড জিতেছে সবুজ-মেরুন (Mohun Bagan)। মুম্বইয়ের দাপটে ফাইনালে হারতে হলেও আগামী মরশুমে ট্রফি জয়ের লক্ষ্যে ইতিমধ্যে শক্তিশালী দল গঠনে ব্যস্ত সবুজ-মেরুন কর্তারা। কামিন্স, দিমিত্রির পরে আরও এক অস্ট্রেলীয়কে পছন্দ বাগান কর্তাদের। মেলবোর্ন সিটির নামী ফুটবলার জেমি ম্যাকলারেনকে সই করাতে পারে মোহনবাগান। বছরেই সাড়ে চার কোটি টাকা নেবেন বলে জানিয়েছেন জেমি। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে সদ্য আইএসএল জয়ী মুম্বইও। জেমি যে ক্লাবে বেশি অর্থ পাবেন, সেখানেই যাবেন বলে জানিয়েছেন তাঁর এজেন্ট।
কে এই জেমি ম্যাকলারেন
অস্ট্রেলিয়া (এ) লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা ৩০ বছর বয়সি ম্যাকলারেন। কাতার বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। গ্রুপ পর্বে টিউনিশিয়ার বিরুদ্ধে ৬৪ মিনিটে নেমেছিলেন। ডেনমার্কের বিরুদ্ধে নামেন ৮২ মিনিটে। আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ৭১ মিনিটে মাঠে নেমেছিলেন ম্যাকলারেন। মেলবোর্ন সিটির হয়ে ১৬৩ ম্যাচে ১১৫ গোল করেছেন তিনি। চার বার সোনার বুট পেয়েছেন তিনি। ট্রফি জিতেছেন ছ’টি। একটি ক্লাবের হয়ে ‘এ’ লিগে ১০০তম গোল করার নজিরও ম্যাকলারেনের দখলে।
হাবাস কি থাকছেন
সামনের মরশুমে সবুজ-মেরুন শিবিরে কোচের দায়িত্বে কে থাকবেন তা নিয়েও জল্পনা চলছে। শোনা গিয়েছিল, স্প্যানিশ কোচ হাবাস দলকে ট্রফি জিতিয়ে বিদায় নেবেন কিন্তু খেতাব অধরা থাকায় হয়তো আগামী বছরও মোহন-কোচের ভূমিকায় দেখা যাবে হাবাসকে। ক্লাব সূত্রে জানা গিয়েছে হাবাসকে আরও একবছর রাখতে চান কর্তারা। একটা হারে যে তাঁর সম্পর্কে ধারণা বদলাচ্ছে না, সেটি বেশ পরিষ্কার। মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়ে মোহনবাগানকে (Mohun Bagan) বদলে দিয়েছিলেন হাবাস-ই, তা ভুলতে নারাজ সবুজ-মেরুন কর্তারা। হাবাস নিজেও থাকতে চান মোহনবাগানে। তবে এও শোনা যাচ্ছে হাবাসকে দলের টিডি হিসেবে রেখে অন্য কোনও লাইসেন্স কোচকে আনা হবে। হাবাসও জানিয়েছেন তিনি ভারত থেকেই কোচিংয়ে ইতি টানবেন।
হাবাসের বদলি
সবুজ মেরুন ম্যানেজমেন্ট হাবাসকেই কোচ হিসেবে ধরে রাখতে মরিয়া নতুন মরশুমের জন্য। কিন্তু যদি তিনি সরে দাঁড়ান, তাহলে শোনা যাচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) কোচ হতে আগ্রহী সের্খিও লোবেরা। ওডিশা এফসির নতুন মরসুমে বাজেট কমাচ্ছে। সেখানে তাই থাকতে নারাজ আইএসএলের আর এক সফল কোচ লোবেরা। বাগান ম্যানেজমেন্টও চায় ভারতে কাজ করা কোনও সফল বিদেশি কোচকে। সেখানে লোবেরাই প্রথম চয়েস।
আরও পড়ুন: কলকাতায় মুম্বইকে হারালেই প্লে অফে কেকেআর! লখনউ-এর বিপক্ষে বড় জয় নাইটদের
দল গঠন নিয়ে আলোচনা
আগামী মরশুমে আরও শক্তিশালী দল চায় মোহনবাগান। দলের তিন বিদেশি বদল হচ্ছেই। হেক্তর ইয়ুৎসে, ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাঁদের রাখা হচ্ছে না। আর্মান্দো সাদিকুর সঙ্গে আর এক বছর চুক্তি থাকলেও চলতি মরশুমে পারফরম্যান্স খারাপ হওয়ার ক্লজ দেখিয়ে আগেই তাঁকে টার্মিনেট করতে পারে ক্লাব। প্রশ্ন, জনি কাউকোরও চুক্তি শেষ। মোহনবাগানে ভারতীয় ফুটবলার বদল হওয়ার খুব একটা সুযোগ নেই। চেন্নাইয়িন এফসি-তে যাচ্ছেন কিয়ান নাসিরি, লালরিনলিয়ানা হামতে। দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্ফোর, অভিষেক সূর্যবংশী, আমনদীপদের পরে জুনিয়র টিমের আরও কিছু ফুটবলারকে সিনিয়র টিমে তুলে আনতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব। রবিবার কলকাতা ছাড়ার আগে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস বললেন, ‘‘আরও শক্তিশালী দল গড়ব আমরা। ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ সূত্রের খবর, নেওয়া হতে পারে এক জন ভারতীয় ডিফেন্ডারও। আগামী সপ্তাহেই হাবাসের সঙ্গে দল গঠন নিয়ে আলোচনায় বসতে পারেন ক্লাব কর্তারা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours