Pakistan: অডিও ক্লিপ ইস্যুতে অস্বস্তিতে শাহবাজ সরকার, জরুরি বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর

এই ইস্যুতে শাহাবজ শরিফকে চাপে ফেলার চেষ্টা করছে বিরোধীরা ৷
Shehbaz_Sharif
Shehbaz_Sharif

মাধ্যম নিউজ ডেস্ক: অডিও ক্লিপ ফাঁস (Audio Clip Leak) হওয়া ইস্যুতে জাতীয় নিরাপত্তা কমিটির (National Security Committee) বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রীর অডিও ক্লিপ ফাঁস হয় ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। বিরোধীরা চাইছে শাহবাজ পদত্যাগ করুন, ওই এমনই দাবি করা হয় ওই অডিওতে ৷ সেই নিয়েই বুধবার বৈঠক ডেকেছেন তিনি ৷ 

আরও পড়ুন: পাকিস্তানে চপার দুর্ঘটনায় মৃত্যু ২ অফিসার সহ ৬ সেনাকর্মীর      

ফাঁস হওয়া ওই অডিওটি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সরকারের শীর্ষ আধিকারিকদের কথোপকথনের বলে দাবি করা হচ্ছে ৷ গত সপ্তাহে ওই অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সোমবার আরও কিছু অডিও ভাইরাল হয় ৷ সেখানে আবার পিএমএল-এন (PML-N) এর নেতাদের উপ-নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে৷ পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ওই উপ-নির্বাচন৷ ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর জন্য যৌথ তদন্তকারী দল তৈরি করা হয়েছে ৷ সেই তদন্তকারীদের মধ্যে সেনা পরিচালিত গোয়েন্দারাও রয়েছেন ৷ এছাড়া ইন্টালিজেন্স ব্যুরোও তদন্ত করছে ৷ কিন্তু এভাবে একের পর এক অডিও ফাঁস হওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাহবাজ সরকার ৷ 

আরও পড়ুন: পিএফআই সদস্যদের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! কড়া পদক্ষেপ সরকারের
  
সেই কারণেই আগামিকাল ওই বৈঠক ডাকা হয়েছে ৷ বৈঠকটি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনেই হবে ৷ সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হওয়া তদন্তের রিপোর্ট জাতীয় নিরাপত্তা কমিটির কাছে পেশ করা হবে।এদিকে এই ইস্যুতে শাহাবজ শরিফকে চাপে ফেলার চেষ্টা করছে বিরোধীরা ৷ সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এই বিষয়ে সরব হয়েছেন ৷ তিনি শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করেছেন। 

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি অডিও টেপ নিলামে তুলেছে ওয়েব কন্টেন্টের কালোবাজার হিসেবে পরিচিত ডার্ক ওয়েব। নিলামে সেই অডিও টেপের ন্যূনতম দাম রাখা হয়েছে সাড়ে তিন লক্ষ ডলার। এমনটাই জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles