ICC World Cup: বিশ্বকাপ থেকে কি ছিটকে গেল পাকিস্তান? পয়েন্ট তালিকায় কোথায় কোন দল?

সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কোন কোন দলের?
pakistan_cricket_f
pakistan_cricket_f

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হারার পর বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল পাকিস্তান (ICC World Cup)। বিশ্বকাপে ওঠা এখন পাকিস্তানের পক্ষে এতটাই অসাধ্য যে বাকি সব ম্যাচগুলি শুধু জিতলেই হবে না পয়েন্ট তালিকায় অন্যান্য দলের দিকেও তাদের নজর রাখতে হবে। কারণ এর পরের ম্যাচগুলো পাকিস্তান যদিও জেতে, সেক্ষেত্রেও পাকিস্তানকে পিছনে ফেলার সম্ভাবনা রয়েছে অন্যান্য দলগুলির।

পয়েন্ট তালিকায় কোথায় কোন দল?

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে রয়েছে পাকিস্তান। ছটি ম্যাচ খেলে বাবর আজমরা সংগ্রহ করেছে ৪ পয়েন্ট। পাকিস্তানের নেট রান রেট বর্তমানে মাইনাসে রয়েছে এবং তা হল -০.৩৮৭। ভারতীয় উপমহাদেশের অন্য দল শ্রীলঙ্কা পাঁচটি ম্যাচ খেলেছে (ICC World Cup) এবং তাদেরও সংগ্রহ রয়েছে ৪ পয়েন্ট। এরপরে পাকিস্তানের বাকি রয়েছে তিনটি ম্যাচ। যদি প্রত্যেকটি ম্যাচেই বাবর আজমরা জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে ১০। প্রসঙ্গত, প্রথম দুটি স্থানে ১০ পয়েন্ট নিয়েই বসে রয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তাই মনে করা হচ্ছে এই দুই দলই সেমিফাইনাল খেলতে চলেছে। এই মুহূর্তে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে টপকে যাওয়ার কোনও সম্ভাব নেই পাকিস্তানের। অন্যদিকে পাঁচটি ম্যাচে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৮ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা। নিউজিল্যান্ডের সমান ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ওয়াকিবহাল মহল মনে করছে, পাকিস্তান শেষের প্রত্যেকটি ম্যাচ জিতলেও নকআউট (ICC World Cup) পর্বে যাওয়া কার্যত প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ার দিকে। অস্ট্রেলিয়া তাদের বাকি ৪টি ম্যাচের মধ্যে অন্তত যদি দুটি হেরে যায় তাহলে নেট রান রেটের বিচারে দুই দলের ভাগ্য নির্ধারিত হবে। আবার শেষ চারটি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া যদি তিনটি হেরে যায় তবে পাকিস্তান চতুর্থ বা তৃতীয় স্থানে উঠে আসতে পারবে।

বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান?

পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতোই ৪ পয়েন্ট রয়েছে আফগানিস্তানের। পাকিস্তানের বাকি ম্যাচগুলি রয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। এর মধ্যে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ জেতা যদিও বা সম্ভব হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে তা একেবারেই অসম্ভব। অর্থাৎ সেমিফাইনালে (ICC World Cup) বাবর আজমরা খেলতে চাইলে একাধিক অঘটন এখন ঘটাতে হবে। তাই একথা বলাই যায় বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে পাকিস্তান। পয়েন্ট তালিকা শার্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের মতো তাদেরও ১০ পয়েন্ট রয়েছে। তবে নেট রান রেটের দিক থেকে বিরাট বাহিনীর থেকে কিছুটা এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ। সেই ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles