Parliament Monsoon Session: আজ শুরু সংসদের বাদল অধিবেশন! আসতে পারে ২১টি বিল

১৭ দিনের বাদল অধিবেশন চলবে ১১ অগাস্ট পর্যন্ত
1200-675-19031156-thumbnail-16x9-govt-aspera
1200-675-19031156-thumbnail-16x9-govt-aspera

মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Sessions)। সংসদে ১৭ দিনের বাদল অধিবেশনে আসতে পারে ২১টি বিল! যার মধ্যে রয়েছে বহু চর্চিত ডিজিট্যাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (Digital Data Protection Bill) থেকে দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা বিল। তবে সরকারের আনা নানা বিলের বিরোধিতা করতে পারে নয়া বিরোধী জোট। মণিপুর ইস্যু (Manipur Violence) থেকে রেলের সুরক্ষা। বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি একাধিক ইস্যুতে আলোচনা চেয়ে সরব হতে পারেন বিরোধীরা। 

কী কী বিল

আজ থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনের প্রাক্কালে বুধবার বসেছিল সর্বদলীয় বৈঠক। যেখানে ৩৪টি রাজনৈতিক দলের ৪৪ জন প্রতিনিধি আলোচনায় বসেছিলেন। আগামী ১১ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশন যাতে সুষ্ঠভাবে চলে, সেব্যাপারেই সব দল আশ্বস্ত করেছে বলে বৈঠকের শেষে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি।

আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে প্রায় ২১টি বিল পেশ করতে চলেছে সরকার পক্ষ। তার মধ্যে রয়েছে দিল্লির ক্ষমতা নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ সংক্রান্ত বিল, জৈবিক বৈচিত্র, অভিন্ন দেওয়ানি বিধি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। আলোচনার জন্য যে সমস্ত বিল পেশ করা হতে পারে, তার মধ্যে আছে জৈবিক বৈচিত্র্য সংশোধন বিল ২০২২, জন বিশ্বাস বিল, ২০২৩, বহু রাষ্ট্রীয় সমবায় সমিতি সংশোধন বিল, ২০২২ এবং বন সংরক্ষণ সংশোধনী বিল। 

আরও পড়ুন: বিস্ফোরক শুভেন্দু! আই-প্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে

বিরোধিতার আশঙ্কা

এবারের বাদল অধিবেশনে পেশ করা হবে বিতর্কিত দিল্লির প্রশাসনিক ক্ষমতা সংক্রান্ত অধ্যাদেশ সংক্রান্ত বিলটিও। প্রসঙ্গত, দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা একটি মামলায় গত ১১ মে একটি রায় দেয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় কেন্দ্র। এবং তারজন্য ইতিমধ্যে আইন মন্ত্রক ও আইন কমিশনকেও বিলের খসড়া তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, মণিপুর সমস্যা, অভিন্ন দেওয়ানি বিধি ইত্যাদি বিষয়গুলি নিয়েও বিরোধীরা কেন্দ্রকে চেপে ধরবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles