Sena vs sena: উদ্ধবের পাশ থেকে সরে শিন্ডে শিবিরে ১২ সাংসদ!

দেওয়া হচ্ছে ওয়াই প্লাস সিকিউরিটি...
Shinde
Shinde

মাধ্যম নিউজ ডেস্ক: একে একে নিভিছে দেউটি!

কুর্সি গিয়েছে আগেই। এবার ক্রমেই একা হয়ে পড়ছেন মহারাষ্ট্রের (Maharasthra) প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। লোকসভায় শিবসেনার (Shiv Sena) ১৮ জন সাংসদের মধ্যে ১২ জনই শিবির বদল করে  একনাথ শিন্ডের (Eknath Shinde) দলে ভিড়ছেন। অন্তত একটি সংবাদ মাধ্যমের খবর এমনই। যদি তা হয়, তাহলে আরও বিপাকে পড়বেন উদ্ধব।

কংগ্রেস, এনসিপি নয়, পদ্ম শিবিরের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন নিয়ে বিরোধের জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বিরোধের সূত্রপাত শিবসেনারই একনাথ শিন্ডের। যার জেরে অনুগত বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাট ও পরে আসাম উড়ে যান শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মেলান শিন্ডে। পতন হয় উদ্ধব সরকারের। গেরুয়া-সঙ্গে জোট গড়ে সরকার গড়েন শিন্ডে। মুখ্যমন্ত্রী হন শিন্ডে স্বয়ং। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। শিন্ডের দাবি, তাঁর সঙ্গেই রয়েছেন প্রায় ৪০ জন বিধায়ক। মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার সদস্য সংখ্যা ৫৬। তার সিংহভাগই রয়েছেন শিন্ডে শিবিরে। বাকিরা এখনও রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দলে।   

আরও পড়ুন : আসল শিবসেনা প্রমাণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শিন্ডে? 

সম্প্রতি উদ্ধবের গড়া এক্সিকিউটিভ কমিটি ভেঙে দিয়েছেন শিন্ডে। তিনি নিজে ন্যাশনেল এক্সিকিউটিভ কমিটির গঠন করেছেন। কমিটির মাথায় উদ্ধবকে রাখা হলেও, কমিটির প্রধান মুখপাত্র করা হয়েছে শিবসেনা বিধায়ক দীপক কেশরকরকে। নয়া গঠিত এই কমিটি সংক্রান্ত রেজলিউশন নির্বাচন কমিশনের দফতরে পেশ করতে চলেছে শিন্ডে শিবির।

এহেন পরিস্থিতিতে আরও বিপাকে পড়তে চলেছেন উদ্ধব। সূত্রের খবর, শিবসেনার ১২ জন সাংসদ শিন্ডে শিবিরে নাম লেখাতে আগ্রহী। তাঁরা এ ব্যাপারে মনস্থিরও করে ফেলেছেন বলে খবর। এদিনই দিল্লিতে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা শিন্ডের। সূত্রের খবর, তখনই ওই সাংসদরা ঘোষণা করতে পারেন শিন্ডে বাহিনীতে যোগদানের খবর। একটি দৈনিকের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ওই সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে তাঁদের পরিকল্পনার ব্যাপারে চিঠি দিয়েছেন। তাঁরা এও জানিয়েছেন, মুম্বইয়ের সাউথ সেন্ট্রালের সাংসদ রাহুল শেওয়ালের নেতৃত্ব পৃথক শিবসেনা গ্রুপ তৈরি করবেন।

আরও পড়ুন : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়া উচিত মহা বিকাশ আঘাড়ি জোটের, মত পাওয়ারের

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles