Visakhapatnam: বিভীষিকা বিশাখাপত্তনমে! কাপড়ের কারখানায় গ্যাস লিক করে অসুস্থ ৫০জন, ভর্তি হাসপাতালে

গত দু'মাসে ওই শিল্পাঞ্চলে এটি দ্বিতীয় গ্যাস লিকের ঘটনা। অসুস্থরা সকলেই মহিলা। এঁদের মধ্যে অনেকে গর্ভবতী।
Visakhapatnam-A-gas-leak-occurred-in-an-industrial-estate-near-the-city-50-people-were-admitted-to-the-hospital--1588763756
Visakhapatnam-A-gas-leak-occurred-in-an-industrial-estate-near-the-city-50-people-were-admitted-to-the-hospital--1588763756

মাধ্যম নিউজ ডেস্ক: বড়সড় বিপত্তি বিশাখাপত্তনমে (Visakhapatnam)। গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৫০ জন কর্মী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমের কাছে, আনাকাপাল্লে জেলার ব্র্যান্ডিক্স নামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কাপড়ের কারখানায়। অসুস্থ কর্মচারীদের সকলেই মহিলা। তাঁদের মধ্যে অনেকে গর্ভবতীও। তাঁদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গত দু'মাসে ওই শিল্পাঞ্চলে এটি দ্বিতীয় গ্যাস লিকের ঘটনা।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের কন্যা কে উমা মাহেশ্বরীর অস্বাভাবিক মৃত্যু

আনাকাপাল্লের পুলিশ সুপার জানান, ব্র্যান্ডিক্স নামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি কাপড়ের কারখানায় গ্যাস লিক হয়েছে। ওই শিল্পাঞ্চলে কাজ করেন কয়েক হাজার মহিলা। কারখানায় কাজ চলাকালীন আচমকাই কর্মীরা অসুস্থ বোধ করতে শুরু করেন। সকলেই বমি করতে থাকেন। তখন গ্যাস লিকের ব্যাপারটি নজরে আসে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ কর্মীদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল। কিন্তু তাতে কাজ না-হওয়ায় অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটার পরই দ্রুত সিল করে দেওয়া হয় গোটা এলাকা। বাইরের সবাইকে নির্দিষ্ট দূরত্বে আটকে দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। অন্ধ্রপ্রদেশ পলিউশন বোর্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার তদন্ত করে দেখবেন।

আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

গত ৩ জুনেও ওই শিল্পাঞ্চলে একটি রাসায়নিক পরীক্ষাগারে গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। অন্তত ২০০ জন মহিলা কর্মী অসুস্থ হয়েছিলেন সেই ঘটনায়। ফরেন্সিক পরীক্ষার পর আধিকারিকেরা জানান, অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনাটি ঘটেছিল। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মে বিশাখাপত্তনমে বন্ধ কারখানা থেকে স্টাইরিন গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল ৮ জনের, অসুস্থ হয়ে পড়েছিলেন হাজারেরও বেশি। এই বিপর্যয় মনে করিয়ে দিয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি। ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর মিথাইল আইসোসায়ানাইড গ্যাস লিক হয়ে মধ্যপ্রদেশের ভোপালে মৃত্যু হয় মোট ৩,৭৮৭ জনের। অসুস্থ হয়েছিলেন ৫ লক্ষেরও বেশি মানুষ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles