KK Death: কেকে-র মৃত্যুর পর সতর্কতা! ৯ দফা নির্দেশিকা পুলিশের, কী আছে তাতে?
KK: কেকে-র মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় আয়োজক-উদ্যোক্তা থেকে শুরু করে হল ও অডিটোরিয়াম কর্তৃপক্ষ। এমনকি, বাদ যায়নি পুলিশও
Singer KK demise
KK: কেকে-র মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় আয়োজক-উদ্যোক্তা থেকে শুরু করে হল ও অডিটোরিয়াম কর্তৃপক্ষ। এমনকি, বাদ যায়নি পুলিশও
KK: হাসপাতাল সূত্রের খবর, গায়ককে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তাঁর মাথায় ও ঠোঁটে চোট ছিল।
কে কে-এর ‘তড়প তড়প কে’ গানটি বহু ভগ্ন হৃদয়ের মলম হয়ে উঠেছিল সে সময়। মাচিস ছবি দিয়ে বলিউডে জার্নি শুরু কে কে-র। ‘ছোড় আয়ে হাম ও গলিয়া’ গানে হরিহরণের সঙ্গে গান গেয়েছিলেন কে কে।
Krishnakumar Kunnath: শেষ মঞ্চেও গেয়েছিলেন “হম রহে ইয়া না রহে কল…”
‘মাচিস’ ছবির বিখ্যাত গান ‘ছোড় আয়ে হ্যায় হাম ও গলিয়া…’ দিয়ে বলিউডে পা রাখেন কেকে…
KK: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলা হয়েছে, মৃত্যুতে কোনও সন্দেহজনক কিছু বা অস্বাভাবিকতা নজরে পড়েনি।
KK Demise: মঞ্চেই নাকি কেকে বারবার জানাচ্ছিলেন যে তাঁর শরীর খারাপ লাগছে…
KK: মুখাগ্নি করলেন ছেলে নকুল কুন্নাথ।