Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা
বিশ্ব ক্রিকেটে সূর্যকুমারকে বলা হয় মিঃ ৩৬০ ডিগ্রি। উইকেটের সব প্রান্তে তিনি শট খেলার ক্ষমতা রাখেন।
Virat Kohli
বিশ্ব ক্রিকেটে সূর্যকুমারকে বলা হয় মিঃ ৩৬০ ডিগ্রি। উইকেটের সব প্রান্তে তিনি শট খেলার ক্ষমতা রাখেন।
একজন ব্যাটসম্যান প্রত্যেক ম্যাচে শূন্য করতে পারে না। একদিন না একদিন বড় রান আসবেই।
এদিন কিছুটা হলেও নড়বড়ে ছিল ভারতীয় বোলিং লাইন আপ
এশিয়া কাপেই ছন্দে ফিরবেন বিরাট, মনে করেন সৌরভ।
বিরাট যে ব্যাট বর্তমানে ব্যবহার করেন তার থেকে সামান্য ভারী নতুন ব্যাটটি। ওজন ১.১৫ কিলোগ্রাম। এখনকার ব্যাটের ওজন ১.১ কিলোগ্রাম।
খেলা থেকে বিরতির সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলি যে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন, তা-ও স্বীকার করে নিয়েছেন তিনি।
২৬ জুলাই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে ‘রেড লেটার ডে’।
Team India: আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় দলের আরও কিছু ক্রিকেটারের করোনা আক্রান্ত হতে পারেন।
Virat Kohli: বিরাটের এই দুঃসময় যত দীর্ঘায়িত হচ্ছে, ততই অস্থির হচ্ছেন তাঁর অনুরাগীরা। কেউ কেউ তো এমনও বলতে শুরু করেছেন যে…