মাধ্যম নিউজ ডেস্ক: উন্নত দেশের অনুন্নত অনুশীলনের ব্যবস্থা নিয়ে অখুশি রোহিতরা। কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটের পরিকাঠামো নিয়ে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) আয়োজক রাষ্ট্র আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ম্যাচগুলি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই অনুশীলন শুরু করছে রোহিত বাহিনী। জানা গিয়েছে, রোহিত, বিরাট কোহলিরা পিচ নিয়ে মোটেও খুশি নয়। এমনকি পিচ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা সবই অস্থায়ী। যার মান খুব একটা ভালো নয়। সেই কারণেই ভারতীয় দল তাঁদের অসন্তোষ প্রকাশ করেছে।
রোহিতদের অভিযোগ সম্পর্কে কী বলল আইসিসি
যদিও আইসিসি দাবি করেছে এখন অবধি তাঁদের কাছে কোনও অভিযোগ পত্র জমা পড়েনি। কোনও দলের পক্ষ থেকে ক্যান্টিগুয়া পার্কের ব্যবস্থা নিয়ে অভিযোগ আসেনি। ইতিমধ্যেই আইপিএল শেষ করে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা আমেরিকায় পৌঁছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি সহ সিনিয়র দলের সদস্য ও জুনিয়র প্লেয়ার সহ সাপোর্ট স্টাফরা সকলেই পৌঁছে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথম কয়েকদিন ছুটির পরেই আবহাওয়া সঙ্গে মানিয়ে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) । ভারতের ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হবে সেই ম্যাচ। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এ ছাড়াও আমেরিকা ১২ জুন এবং কানাডার ১৫ জুন বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের।নেটে প্র্যাকটিস করতে দেখা গেছে রোহিত, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়াদের। বোলাদের মধ্যে প্র্যাকটিস সেরেছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা এবং হার্দিক। কিন্তু প্রস্তুতিতে বাধ সেধেছে পরি কাঠামোর মান।
ক্যাপ্টেন রোহিতের শেষ সুযোগ (T20 World Cup 2024)
প্রসঙ্গত ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে রহিত বাহিনী। রোহিতের কাছে ভালো ক্যাপ্টেন প্রমাণ করার এটা শেষ সুযোগ। ক্যাপ্টেন হিসেবে রোহিতের ভাগ্যে একটিও বিশ্বকাপ নেই। বয়সের কারণে এটা রোহিতের কাছে শেষ বিশ্বকাপ হতে পারে। এমনিতেই ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর কোন আইসিসি ইভেন্ট জিততে পারেনি মেন ইন ব্লু। এই অবস্থাতে ১১ বছরের খরা (T20 World Cup 2024) কাটতে পারে কী না সেটাই এখন চ্যালেঞ্জ রোহিত বাহিনীর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours