মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের লক্ষ্য চলতি দশক শেষ হওয়ার আগে ৬জি (6G) প্রযুক্তির টেলিকম পরিষেবা চালু করে দেওয়া। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। পুজোর সময়েই কলকাতা-সহ দেশের ১৩টি শহরে চালু হতে চলেছে ৫জি পরিষেবা৷ তার আগেই ৬জি নিয়ে প্রধানমন্ত্রীর এই বার্তা। মোদি বলেন, "যোগাযোগ ব্যবস্থার উন্নতির উপরেই এই শতকের অগ্রগতি নির্ভর করছে। তাই চলতি দশকের মধ্যে ৬জি আনতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে একটি বিশেষ টাস্ক ফোর্স।"
এদিন দেশের টেলিকম ক্ষেত্রের ভূয়সী প্রশংসাও করতে দেখা যায় মোদিকে। তাঁর মতে, আত্মনির্ভরতা ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার এক সেরা নিদর্শন এই ক্ষেত্রের উত্তরণ। এরপরই তিনি জানান, ২০৩০ সালের মধ্যেই যাতে ৬জি পরিষেবা শুরু করা যায়, সেবিষয়ে পদক্ষেপ ইতিমধ্য়েই করেছে কেন্দ্র। মোদি বলেন, "আজ দেশের প্রতিটি গ্রামকে যুক্ত করা যাচ্ছে অপটিক্যাল ফাইবারের সাহায্যে। ২০১৪ সালের আগে ১০০টি গ্রাম পঞ্চায়েতেও অপটিক্যাল ফাইবার ছিল না। অথচ আজ ১ কোটি ৭৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ব্রন্ডব্যান্ড সংযোগ রয়েছে। আর এর ফলে গ্রামে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছনো সম্ভব হয়েছে। এই ভাবে প্রযুক্তি আজ আর কেবল একটি ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।”
আরও পড়ুন: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে মোদি! ইউটিউবে ট্রেন্ডিং লালকেল্লার ভাষণ
সব কিছু ঠিক থাকলে ১২ অক্টোবর থেকেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে কলকাতা-সহ ১৩টি শহর৷ সেপ্টেম্বরের শেষে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’র উদ্বোধনী অনুষ্ঠানেই হয়তো ৫জি’র যাত্রাপথের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷ কলকাতা ছাড়াও প্রথম পর্যায়ে ৫জি পরিষেবা চালু করা হবে দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, গান্ধীনগর, গুরুগ্রাম, লখনউ, হায়দরাবাদ, জামনগর, মুম্বই ও পুণেতে। ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ ৫জি স্পেকট্রামের নিলামে জয়ী হয়েছে ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ও আদানি ডেটা নেটওয়ার্কস৷ এই সংস্থাগুলির কাছে ইতিমধ্যেই সরকারি চিঠি পৌঁছে গিয়েছে। যাতে তারা প্রস্তুতি সম্পন্ন করে পরিষেবা শুরু করার জন্য তৈরি থাকতে পারে৷ প্রধানমন্ত্রী জানান, "৫জির ফলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও লজিস্টিক্সের মতো বহু ক্ষেত্রেরই উন্নতি হবে। এর ফলে অনেক নতুন কর্মসংস্থানও তৈরি হবে।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours