Medical Council Election: রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচন ‘নির্মল’ হবে কিনা সংশয়ে চিকিৎসকরা

আদৌ স্বচ্ছ নির্বাচন হবে কিনা সেই নিয়ে সন্দিহান চিকিৎসকদের একাংশ...
2-WBMC_BUILDING-5
2-WBMC_BUILDING-5

তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল: প্রায় ন'বছর পরে নির্বাচন হতে চলেছে। কিন্তু আশঙ্কা কাটছে না। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন (West Bengal state medical council election) নিয়ে গত পাঁচ বছর ধরে জটিলতা চলছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সেই নির্বাচন শুরু হবে। কিন্তু গত পাঁচ বছর ধরে, যে দাবিতে চিকিৎসকদের একাংশ সরব হয়েছিলেন, সেটা কতখানি বাস্তব আকার নেবে, সে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অর্থাৎ, আদৌ স্বচ্ছ নির্বাচন হবে কিনা সেই নিশ্চয়তা নেই।

রাজ্যের চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন যেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। শাসক দলের সেই দাদাগিরি এবারেও অপরিবর্তিত। এ বছরেও সব চিকিৎসক ভোটাধিকারের সুযোগ পাবেন কিনা, সে নিয়ে সংশয় রয়েছে। চিকিৎসক নেতা শারোৎদ্বত মুখোপাধ্যায় বলেন, "সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ব্যালট পেপার হাসপাতালের অধ্যক্ষ অথবা সুপারের কাছে যায়। তিনি সেগুলো প্রত্যেককে দেন। রাজ্যের সরকারি হাসপাতালের প্রশাসনিক যা অবস্থা, তাতে কোনও ব্যালট পেপার বিলি হবে না।" তাঁর আশঙ্কা, "হাসপাতালের প্রশাসনিক কর্তা, যাঁরা আসলে তৃণমূলের লোক, তাঁরাই ব্যালট খুলে ভোট দিয়ে দেবেন। আসলে সংবিধান যাঁরা তৈরি করেছিলেন, তারা ভাবেননি, চিকিৎসকরা এমন নিম্নরুচির কাজ করতে পারেন।" তাঁর আশঙ্কা, এ বছরেও মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন হবে লোক দেখানো। তার মধ্যে গণতান্ত্রিক ভাবাদর্শ ছিটেফোঁটাও থাকবে না। 

রাজ্যের চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেওয়া, ঠিকমতো আধুনিক চিকিৎসা পদ্ধতি মেনে চিকিৎসা হচ্ছে কিনা, তা নজরদারি করা, ভুয়ো চিকিৎসকদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানো এবং মানুষ ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার দায়িত্ব রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। এই কাউন্সিলের দায়িত্ব কে সামলাবে, তা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ঠিক হয়। চিকিৎসকরাই নির্বাচিত করেন কাউন্সিলের সদস্যদের। কিন্তু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অগণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিনের।

আরও পড়ুন: রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, দিনের পর দিন বাড়ছে সংক্রমণ

২০১৩ সালে শেষ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন নিয়ে নানান অভিযোগ উঠেছিল। মেডিক্যাল কাউন্সিলের সভাপতি হয়েছিলেন তৃণমূলের বিধায়ক নির্মল মাঝি (Nirmal Majhi)। প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হওয়ার কথা। সেই মতো ২০১৮ সালে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের আয়োজন হয়। কিন্তু অধিকাংশ হাসপাতালের চিকিৎসকরাই ব্যালট পাননি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন নিয়ম অনুযায়ী, হাসপাতালের চিকিৎসকের কাছে ব্যালট পৌঁছে যাবে। তিনি পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। ডাকে মুখ বন্ধ খামে তাঁর ব্যালট আবার কাউন্সিলে ফেরত যাবে। কিন্তু অভিযোগ, ২০১৮ সালে অধিকাংশ চিকিৎসক ব্যালট পাননি। অনেকেই খালি খাম পেয়েছেন। ডাক বিভাগ থেকে চিকিৎসকের কাছে ব্যালট পৌঁছনোর আগেই কীভাবে ভিতরের ব্যালট পেপার উধাও হয়ে গেল, সে নিয়ে সংশয়ে চিকিৎসকদের একাংশ। তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ২০২২ সালের নির্বাচনে কতখানি স্বচ্ছতা থাকবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্মের তরফ থেকে চিকিৎসক কৌশিক চাকি বলেন, "কাউন্সিলের স্বচ্ছ নির্বাচনের জন্য হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছিল। সরকার ৮ সদস্যের একটি কমিটি গড়ে। তবে, সেই কমিটির ৫ জন সদস্যেরই সরাসরি শাসক দলের সঙ্গে সম্পর্ক রয়েছে। ফলে, মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন স্বচ্ছ করার কতখানি সদিচ্ছা সরকারের আছে, এই ঘটনাই তা স্পষ্ট করে দিচ্ছে।"

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতি নির্মল মাঝির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। কখনও সরকারি মেডিক্যাল কলেজ থেকে দামি জীবনদায়ী ওষুধ চুরির আবার কখনও ভুয়ো চিকিৎসককে রেজিস্ট্রেশন পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ হয়েছে। অপর দিকে শাসক দলের আরেক চিকিৎসক নেতা শান্তনু সেনের (TMC Rajya Sabha MP Shantanu Sen) বিরুদ্ধেও চিকিৎসক মহলে দীর্ঘদিনের ক্ষোভ। বিশেষত স্বাস্থ্য দফতরের নিয়োগ গড়মিলে তার ভূমিকা উল্লেখযোগ্য বলেই মনে করেন রাজ্যের চিকিৎসক মহল। তাই শাসক দল, এবার নির্মল মাঝি ও শান্তনু সেন এই দুই চিকিৎসক নেতাকেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন থেকে দূরে রেখেছেন। এবছর শাসক দলের মুখ সুদীপ্ত রায়।

নেতা বদল হলেও পরিস্থিতি বদলাবে না বলেই আশঙ্কা করছেন রাজ্যের চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে দুটো প্যানেলে নির্বাচন হয়। একটি মেডিক্যাল এডুকেশন সার্ভিসের, যেখানে মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক পদাধিকারী থেকে অধ্যাপক পদে কর্মরত চিকিৎসকরা ভোট দেন। আরেকটি প্যানেল নন-টিচিং ডাক্তারদের। প্রত্যেক প্যানেল থেকে ৭ জন সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: শিক্ষক দিবসের দিন 'যন্ত্রণা' দিবস পালন করলেন বিক্ষোভরত হবু শিক্ষকরা

আজ মঙ্গলবার নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। ৭ সেপ্টেম্বর নমিনেশন ভেরিফিকেশন হবে। যেগুলোতে ভুল আছে, তা বাতিল হবে। তারপরে প্রত্যেক দল, তাদের মনোনিত ৭ জন করে সদস্য নির্বাচনে অংশগ্রহণের কথা ঘোষণা করবেন। সাধারণত, প্রত্যেক দলের ১০-১২ জন সদস্য নমিনেশন পেপার জমা দেন। কারণ, অনেকের ভেরিফিকেশনের সময় বাতিল হয়ে যায়। কিন্তু শাসক দল ৭ জন সদস্যই নমিনেশন জমা দিয়েছেন এবং নির্বাচনে কারা দাঁড়াবেন, সেটাও দল ঘোষণাও করে দিয়েছে। চিকিৎসকদের একাংশের প্রশ্ন, "এই ঘটনায় বোঝাচ্ছে, নমিনেশন, ভেরিফিকেশন এগুলো সব লোক দেখানো। শাসক দলের এসব কিছুর করার প্রয়োজন নেই? তারা কোনও ভুল করবেন না?" 

রাজ্যের চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, সর্বত্র শাসক দল নিজেদের পেশি শক্তির প্রকাশ করতে চাইছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচন ও তার ব্যতিক্রম নয়। রাজের মেডিক্যাল কাউন্সিল ঠিকমতো কাজ না করলে স্বাস্থ্য পরিষেবাতেও তার প্রভাব পড়বে। যার জেরে সাধারণ মানুষকেও নাজেহাল হতে হবে। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles