মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের শুরুতেও শহর কলকাতায় অধরাই শীত (Weather Update)। মেঘলা আকাশ থাকায় উত্তর-পশ্চিম বাতাস প্রবেশ করতে পারছে না রাজ্যে৷ কিছুদিন আগেও ঠান্ডার আমেজ থাকলেও, হঠাৎ তা উধাও৷ সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ ডিগ্রি ৷ কলকাতা এবং তার আশপাশে এলাকায় আবহাওয়া খানিকটা হলেও অস্বস্তি বাড়িয়েছে৷ জেলাগুলি থেকেও ঠান্ডার আমেজ হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, কাল শুক্রবার থেকে ফের ফিরতে পারে শীতের আমেজ৷ হেমন্তেও, বসন্তের উত্তাপ পাচ্ছে রাজ্য৷ এখনও হাল্কা করে চালাতে হচ্ছে ফ্যান৷
কিন্তু আবহাওয়ায় কেন এই পরিবর্তন?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই আবহাওয়ায় (Weather Update) এই পরিবর্তন৷ সপ্তাহের শেষে শীতের আমেজ ফিরবে৷ তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রার এই পরিবর্তন থেকে রেহাই পেয়েছে উত্তরবঙ্গ৷ তাপমাত্রার নিম্নগতি এখনও অব্যহত৷ উত্তরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যে জমিয়ে ঠান্ডা পড়েছে৷ পারদ দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে৷ চলতি মাসে তাই জমিয়ে ঠান্ডা উপভোগ করবে উত্তরবঙ্গবাসী৷
আরও পড়ুন: ‘‘পুরো হযবরল...’’, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
কলকাতায় কবে ফিরবে শীত?
আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার (Weather Update) সম্ভবনা নেই৷ তবে চলে যাওয়া হাল্কা ঠান্ডার আমেজ আগামিকালই ফিরবে৷ ফের ২-৩ ডিগ্রি নামবে পার৷ বুধবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮০ শতাংশ, সর্বনিম্ন ৫০ শতাংশ৷ বৃহস্পতিবার দিনের আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পের জেরেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস বলছে, জলীয়বাষ্পের প্রবেশ বেড়েছে বঙ্গোপসাগরে, এইজন্যে শহরে মেঘলা আকাশ ছিল, সেই কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা বেড়ে গেছে। তবে হাওয়া অফিস এটাও আশ্বস্ত করছে, পরবর্তী দু-তিনদিনের মধ্যে বেড়ে যাওয়া তাপমাত্রা ফের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours