Hema Malini Birthday: ৭৪-এ ‘ড্রিম গার্ল’, জন্মদিনে দেখুন কিছু বিশেষ ছবি

hema

মাধ্যম নিউজ ডেস্ক: প্রবীণ অভিনেত্রী, রাজনীতিবিদ, নৃত্যশিল্পী- সর্বোপরি ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর আজ জন্মদিন (Hema Malini Birthday)। ৭৪ বছরে পা দিলেন হেমা। তাঁর জন্মদিনে তাঁর অনুরাগীরা ও পুরো বলিউডের তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এছাড়াও সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুভেচ্ছা জানিয়েছেন। তবে তিনি এখন আর এই দিনটিতে তেমন জাঁকজমক পছন্দ করেন না, তাই পরিবারের সঙ্গেই ছোট করে নিজের জন্মদিন পালন করেন।

হেমা মালিনী (Hema Malini Birthday) বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিখ্যাত ও সফল অভিনেত্রীর মধ্যে অন্যতম একজন। সিনেমা জগতে তাঁর অবদান অপরিসীম। বড় পর্দার পাশাপাশি তিনি রাজনীতিবিদ হিসেবেও বেশ সক্রিয় ছিলেন। একসময় বিজেপির সক্রিয় নেত্রী ছিলেন। হেমা মালিনী ১৯৬৩ সালে তামিল ছবি ‘ইধু সাথিয়াম’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ১৯৬৮ সালের বিখ্যাত অভিনেতা রাজ কাপুরের বিপরীতে ‘স্বপ্নকা সওদাগর’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন বলিউডে। সেই ছবির পর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। এরপর ‘সীতা গীতা’ ‘নসিব’, ‘জনি মেরা নাম’, ‘সত্তে পে সাত্তা’, ‘ক্রান্তি’ ‘প্রেম নগর’-এর ছবিতে কাজ করেছেন।

হেমা মালিনীর শুধুমাত্র সৌন্দর্য ও অভিনয় নয়, তাঁর নাচ নিয়েও সবাই পাগল। হেমা মালিনী তাঁর ক্যারিয়ারে অনেক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তবে যে জুটি বেশ হিট ছিল তাঁর মধ্যে একজন হলেন রাজেশ খান্না। সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে হিমা দশটি হিট ছবি দিয়েছিলেন। আবার ধর্মেন্দ্রের সঙ্গে তিনি ৩৫টি ছবি অভিনয় করেছিলেন।

হেমা মালিনীর জন্মদিন (Hema Malini Birthday) উপলক্ষে ইনস্টাগ্রামে সুন্দর একটি পোস্ট করেছেন তাঁর মেয়ে এষা দেওল (Esha Deol)। নিজের ও মায়ের দু’টি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলির সঙ্গে এষা লিখেছেন, “শুভ জন্মদিন মা। ঈশ্বর তোমার শরীরের খেয়াল রাখুক। খুব সুখি থাকো। আমি সবসময় তোমার পাশে আছি। আই লভ ইউ।”

[insta]https://www.instagram.com/p/Cjwng3IIYgI/?utm_source=ig_web_copy_link[/insta]

এছাড়াও হেমা মালিনীর তাঁর স্বামী ধর্মেন্দ্র ও তাঁদের দুই মেয়ের সঙ্গে সময় কাটানোর কিছু মুহুর্ত একনজরে দেখে নিন।

[insta]https://www.instagram.com/p/CdC3Tkevocn/?utm_source=ig_web_copy_link[/insta]

[insta]https://www.instagram.com/p/CZGT4ErPB5e/?utm_source=ig_web_copy_link[/insta]

[insta]https://www.instagram.com/p/BcbjZ1-h80f/?utm_source=ig_web_copy_link[/insta]

[insta]https://www.instagram.com/p/Ce0N__zri6p/?utm_source=ig_web_copy_link[/insta]

[insta]https://www.instagram.com/p/CVE7ocJNkUc/?utm_source=ig_web_copy_link[/insta]

[insta]https://www.instagram.com/p/BpCUQv4B3Jh/?utm_source=ig_web_copy_link[/insta]

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share